নয়াদিল্লি, 28 মে:গণতন্ত্রের পীঠস্থান দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার একাধিক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি মেনে এই উদ্বোধন অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে ৷ পবিত্র হোমের আগুনে শুচি হবে সংসদ ভবন ৷ তবে এই সংসদ ভবনের উদ্বোধনও বিতর্কের বাইরে থাকেনি ৷ নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান যেমন একদিকে বয়কট করেছে 20টি অবিজেপি রাজনৈতিক দল, তেমনই অনুষ্ঠানে হাজির থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে এনডিএ জোটের শরিক বা সমমনা একাধিক দলের প্রতিনিধিরা ৷ তবে সেই বিতর্কের মাঝেই লোকসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
নয়া সংসদ ভবনের উদ্বোধন স্বাধীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য বলে ইতিমধ্যেই বিজেপি দাবি করছে ৷ দিনব্যাপী দুটি অংশে এই অনুষ্ঠান চলবে বলেও জানা গিয়েছে ৷ সেই সঙ্গে, অনুষ্ঠানের একটি আগাম আভাসও এদিন মিলেছে সরকারি সূত্রে। অন্যদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির হাত দিয়ে হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা ৷ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না-জানানোয় অনেক রাজনৈতিকদলই ক্ষোভ প্রকাশ করেছে ৷
লোকসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে প্রায় আট ঘণ্টার মোট অনুষ্ঠান দুটি অংশে ভাগ করা হয়েছে ৷
নতুন সংসদ ভবন উদ্বোধনের সম্ভাব্য সময়সূচি:
সকাল সাতটা 15 মিনিটে নতুন সংসদ ভবনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠান শুরু হবে যজ্ঞ এবং পুজোর মধ্যে দিয়ে ৷ চলবে প্রায় এক ঘণ্টা।
সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী লোকসভা কক্ষে পৌঁছবেন।
সকাল ন'টা নাগাদ ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গল লোকসভার অধ্যক্ষের চেয়ারের সামনে স্থাপন করা হবে।
সকাল সাড়ে ন'টা নাগাদ সংসদের লবিতে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রার্থনা শেষে সংসদ প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাবেন প্রধানমন্ত্রী।