নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর:9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে চাঁদের হাট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ আরও অন্যান্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন এদেশে। আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানাতে আড়ম্বরপূর্ণ বন্দোবস্ত করা হয়েছে রাজধানীতে। শীর্ষ সম্মেলনের জন্য সাজিয়ে তুলতে নয়া রূপ দেওয়া হয়েছে রাজধানীকে ৷ 150টি ফোয়ারা, 100টি ভাস্কর্য-সহ বিভিন্ন আকৃতির গাছ দিয়ে সাজানো হয়েছে জি20 শীর্ষ সম্মেলন চত্বর ৷
নয়াদিল্লির প্রগতি ময়দানে নবনির্মিত 'ভারত মণ্ডপ' আন্তর্জাতিক প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ জি20 শীর্ষ সম্মেলন। চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কনভেনশন সেন্টারের উদ্বোধন করেছিলেন। প্রায় 2 হাজার 700 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই ভারত মণ্ডপ। 123 একর এলাকাজুড়ে তৈরি এই কেন্দ্রই বর্তমানে দেশের মধ্যে সম্মেলন এবং প্রদর্শনীর বৃহত্তম কেন্দ্রস্থল। প্রদর্শনী হল, কনভেনশন সেন্টার, অ্যাম্ফিথিয়েটার, 16টি ভাষার দোভাষী কক্ষ, বিশাল ভিডিয়ো দেওয়াল, ডিমিং এবং অকুপেন্সি সেন্সর-সহ লাইট ম্যানেজমেন্ট সিস্টেম, সমন্বিত নজরদারি ব্যবস্থা এবং ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের মতো অত্যাধুনিক সুবিধা রয়েছে এই কনভেনশন সেন্টারে।