অযোধ্যা, 30 ডিসেম্বর: আজ নতুন করে তৈরি হওয়া অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে প্রথম বিমানবন্দর পাচ্ছেন অযোধ্যাবাসী ৷ পাশাপাশি, অমৃত ভারত ও বন্দে ভারত এক্সপ্রেস-সহ অযোধ্যায় একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ সবমিলিয়ে রামমন্দিরের প্রতিষ্ঠার আগে এক নয়া উন্নয়ন যজ্ঞের সাক্ষী থাকছে অযোধ্যা তথা পুরো দেশ ৷ আর এই বিশাল কর্মযজ্ঞকে "শ্রী অযোধ্যাধামে উন্নয়নের নতুন যুগ" বলে উল্লেখ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "আজ শ্রী অযোধ্যাধামে উন্নয়নের এক নতুন যুগের সূচনা হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ৷" উল্লেখ্য, অযোধ্যা জংশনের উদ্বোধন, সেখানে অমৃত ভারত এক্সপ্রেস ও অত্যাধুনিক পরিকাঠামো বেষ্টিত নয়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ৷ এই উদ্বোধনী কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অযোধ্যায় ৷ এমনকী অযোধ্যায় তৈরি হওয়া প্রথম বিমানবন্দর অর্থাৎ, 'মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে'র উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী ৷
জানা গিয়েছে, এ দিন মোদি অযোধ্যায় প্রায় 11 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা ৷ আর এই বিশাল কর্মকাণ্ডের প্রস্তুতিতে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা শহরকে ৷ এ দিন বেলা 12টা 15 মিনিটে প্রধানমন্ত্রী নতুন বিমানবন্দরের উদ্বোধন করবেন ৷ যদিও, বিমানবন্দর থেকে প্রথম বিমান পরিষেবা শুরু হবে আগামী 6 জানুয়ারি ৷ আপাতত ইন্ডিগো বিমানসংস্থা ওই বিমানবন্দরে পরিষেবা দেওয়ার বরাত পেয়েছে ৷ ধীরে ধীরে বাকি বিমানসংস্থাও সেই বরাত পাবে ৷
এর পাশাপাশি, উত্তরপ্রদেশের উন্নয়নে সাড়ে 15 হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷ এর মধ্যে 11 হাজার কোটি টাকার প্রকল্প শুধুমাত্র অযোধ্যার জন্য ৷ বাকি 4 হাজার 600 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন উত্তরপ্রদেশের অন্যান্য কয়েকটি জেলার জন্য ৷ সবমিলিয়ে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সত্যিই এক নতুন যুগের সূচনা হতে চলেছে ৷
আরও পড়ুন:
- মোদির সফর নিয়ে সাজোসাজো রব অযোধ্যায়, আবহাওয়া নিয়ে শঙ্কায় প্রশাসন
- রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের
- দত্তপুকুরের সৌরভের হাতেই রূপ পাচ্ছে রাম মন্দির, ফুটে উঠছে রামলালার জীবনী; আপ্লুত বাবা-মা