নয়াদিল্লি, 25 অগস্ট: দক্ষিণ আফ্রিকার জোহনসবার্গে 15 তম ব্রিকস সম্মেলনের ফাঁকে নিজেদের মধ্যে কোনও বৈঠক করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ শুক্রবার নয়াদিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে ৷ এরআগে চিনের তরফে দাবি করা হয়েছিল, জোহনসবার্গে সদ্যসমাপ্ত ব্রিকস সম্মেলনের মূল বৈঠকের ফাঁকেই নিজেদের মধ্যে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী ও চিনের প্রেসিডেন্ট ৷
চিনের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিকস সম্মেলনের ফাঁকেই নিজেদের মধ্যে একটি বৈঠক করেছেন, 23 অগস্ট এই বৈঠকের আবেদন জানানো হয়েছিল ৷" তবে বেজিংয়ের এই দাবিকে নস্যাৎ করে নয়াদিল্লির দাবি, "চিনের তরফে দ্বিপাক্ষিক একটি বৈঠকের একটি অনুরোধ করা হয়েছিল, কিন্তু তা হয়নি ৷"
সংবাদসংস্থার দাবি, নয়াদিল্লির ওই সূত্রটি জানিয়েছেছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে কিছু কথা হয়েছিল যা ঘরোয়া আলোচনা, তবে তা কখনই দ্বিপাক্ষিক বৈঠক নয়, দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক কোনও বৈঠক হয়নি ৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে বৃহস্পতিবার বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছিলেন, "চিনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের অমীমাংসিত সীমান্ত সমস্যার কথা তুলেছেন ৷ "