ভুবনেশ্বর, 4 সেপ্টেম্বর:যান্ত্রিক ত্রুটির কারণে ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দরে সোমবার জরুরি অবতরণ করে দিল্লিগামী একটি বিমান ৷ জানা গিয়েছে, বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি অভিমুখে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ইন্ডিগোর 6ই 2065 বিমানটি ফের সেখানে ফিরে এসে জরুরি অবতরণ করে, বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় ৷ তবে এদিন নির্বিঘ্নেই অবতরণ করে বিমানটি, কোনও যাত্রী আহত হননি বলে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর ৷
জানা গিয়েছে, এদিন সকালে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যায় ইন্ডিগোর বিমানটি ৷ এর প্রায় 25 মিনিট পর মাঝ আকাশে বিমানের পাইলট বুঝতে পারেন যে বিমানটি যান্ত্রিক ত্রুটি রয়েছে ৷ তখনই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট ৷ এটিসি মারফৎ বার্তা পাঠানো হয় ভুবনেশ্বর বিমানবন্দরে ৷ এই প্রসঙ্গে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর প্রসন্ন প্রধান বলেন, "মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর সকাল 8টা 20 মিনিটে ইন্ডিগোর দিল্লিগামী বিমানটি এখানে জরুরি অবতরণ করে ৷ নিরাপদেই অবতরণ করে বিমানটি ৷ যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন ৷" তিনি আরও জানান, মনে করা হচ্ছে মাঝ আকাশে সম্ভবত কোনও পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের, তার ফলেই দেখা দেয় ওই যান্ত্রিক গণ্ডোগোল ৷