নয়াদিল্লি, 1 জুন: শিক্ষার্থীদের বোঝা কমাতে পাঠ্যক্রমের আরও একটি 'যৌক্তিককরণ' প্রক্রিয়ায় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এ বার দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে বাদ দিল পর্যায় সারণী, গণতন্ত্র এবং শক্তির উত্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি ৷ দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বিবর্তন তত্ত্ব বাদ দেওয়ার পরপরই এই বিষয়গুলিকেও বাদ দিয়ে দিল এনসিইআরটি ৷
এনসিইআরটি বলেছে যে, বাদ দেওয়া অংশগুলি নিজে নিজেই বা পিয়ার লার্নিং-এর মাধ্যমে সহজেই বোঝা যায় । কোভিড মহামারির কারণে ওই অংশগুলি বাদ দেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে কাউন্সিল এবং যে অংশগুলি কঠিন, ওভারল্যাপিং এবং অপ্রাসঙ্গিক বলে মনে হয়েছিল তা সর্বশেষ পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে ।
বিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছে তিনটি বিষয় - উপাদানের পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাস বা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, শক্তির উত্স বা সোর্সেস অফ এনার্জি এবং সাসটেইনেবল ম্য়ানেজমেন্ট অফ ন্যাচরাল রিসোর্সেস । সোশাল স্টাডিজের পাঠ্যপুস্তকে গণতান্ত্রিক রাজনীতি-1 বা ডেমোক্র্যাটিক পলিটিক্স-1 থেকে তিনটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে ৷ যার মধ্যে রয়েছে জনপ্রিয় সংগ্রাম ও আন্দোলন বা পপুলার স্ট্রাগল অ্যান্ড মুভমেন্ট, রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টিস এবং গণতন্ত্রের চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জেস অফ ডেমোক্র্যাসি ।