পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Class X Syllabus: দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে পর্যায় সারণী ও গণতন্ত্রকে বাদ দিল এনসিইআরটি - দশম শ্রেণির পাঠ্যসূচি

দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে পর্যায় সারণী, গণতন্ত্র এবং শক্তির উত্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাদ দিল এনসিইআরটি ৷ শিক্ষার্থীদের বোঝা কমাতে এর আগে দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বিবর্তন তত্ত্ব বাদ দেওয়া হয়েছিল ৷

New Class X Syllabus
New Class X Syllabus

By

Published : Jun 1, 2023, 6:33 PM IST

নয়াদিল্লি, 1 জুন: শিক্ষার্থীদের বোঝা কমাতে পাঠ্যক্রমের আরও একটি 'যৌক্তিককরণ' প্রক্রিয়ায় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এ বার দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে বাদ দিল পর্যায় সারণী, গণতন্ত্র এবং শক্তির উত্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি ৷ দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বিবর্তন তত্ত্ব বাদ দেওয়ার পরপরই এই বিষয়গুলিকেও বাদ দিয়ে দিল এনসিইআরটি ৷

এনসিইআরটি বলেছে যে, বাদ দেওয়া অংশগুলি নিজে নিজেই বা পিয়ার লার্নিং-এর মাধ্যমে সহজেই বোঝা যায় । কোভিড মহামারির কারণে ওই অংশগুলি বাদ দেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে কাউন্সিল এবং যে অংশগুলি কঠিন, ওভারল্যাপিং এবং অপ্রাসঙ্গিক বলে মনে হয়েছিল তা সর্বশেষ পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে ।

বিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছে তিনটি বিষয় - উপাদানের পর্যায়ক্রমিক শ্রেণিবিন্যাস বা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, শক্তির উত্স বা সোর্সেস অফ এনার্জি এবং সাসটেইনেবল ম্য়ানেজমেন্ট অফ ন্যাচরাল রিসোর্সেস । সোশাল স্টাডিজের পাঠ্যপুস্তকে গণতান্ত্রিক রাজনীতি-1 বা ডেমোক্র্যাটিক পলিটিক্স-1 থেকে তিনটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে ৷ যার মধ্যে রয়েছে জনপ্রিয় সংগ্রাম ও আন্দোলন বা পপুলার স্ট্রাগল অ্যান্ড মুভমেন্ট, রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টিস এবং গণতন্ত্রের চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জেস অফ ডেমোক্র্যাসি ।

এখন থেকে শুধুমাত্র প্লাস-2 লেভেলে বিজ্ঞান স্ট্রিম বেছে নেওয়া শিক্ষার্থীরাই রসায়নে পর্যায় সারণী অধ্যয়ন করবে এবং একইভাবে, যাঁরা ভূগোল বেছে নেবে, তাঁরা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এই অংশগুলো শিখবে । শিক্ষাবিদরা বলেছেন যে, প্লাস -2 স্তরে যে অংশগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি দশম শ্রেণিতে থাকা বিষয়ের পরবর্তী অধ্যায় ৷

এর আগে, দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বিবর্তনের তত্ত্ব বাদ দেওয়ার পরে শিক্ষাবিদদের সমালোচনার মুখে পড়েছিল এনসিইআরটি । এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে, 1,800 এরও বেশি শিক্ষাবিদ কাউন্সিলকে একটি খোলা চিঠি লিখেছিলেন । কেন্দ্রীয় সরকার অবশ্য এটাকে প্রচার হিসেবে তুলে ধরে অভিযোগ অস্বীকার করেছে । কেন্দ্র বলেছিল যে, ডারউইনের বিবর্তন তত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে তা জানতে পারে বা এটি দ্বাদশ শ্রেণিতে শিখতে পারে ।

আরও পড়ুন:জাতীয় শিক্ষানীতি মেনেই চার বছরের স্নাতক কোর্স চালু রাজ্যে ! মমতার দাবি, এতে পড়ুয়াদেরই সুবিধা হবে

ABOUT THE AUTHOR

...view details