নয়াদিল্লি, 30 নভেম্বর : ভারতীয় নৌসেনার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অ্যাডমিরাল আর হরি কুমার (Chief of Naval Staff R Hari Kumar) ৷ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করলেন ৷ সেই সঙ্গে বর্তমান নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং অবসর নিলেন ৷ অ্যাডমিরাল আর হরি কুমার পশ্চিম নৌসেনা কমান্ডের Flag Officer Commanding-in-Chief এর দায়িত্বে ছিলেন ৷ আজ নৌসেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন অ্যাডমিরাল আর হরি কুমার ৷ 1962 সালের 12 এপ্রিল তাঁর জন্ম ৷ নৌসেনার যোগ দিয়েছিলেন 1983 সালের 1 জানুয়ারি ৷
দীর্ঘ এই 39 বছরের কর্মজীবনে একাধিক কমান্ডে এবং স্টাফ ও নির্দেশনামূলক পদে নিযুক্ত হয়েছেন অ্যাডমিরাল আর হরি কুমার ৷ তিনি ভারতীয় নৌসেনার এয়ারক্রাফ্ট কেরিয়ার আইএনএস বিরাটের কমান্ডের দায়িত্বে ছিলেন ৷ আইএনএস নিশাঙ্কের সামুদ্রিক কমান্ডের দায়িত্বে ছিলেন ৷ সেই সঙ্গে মিসাইল কোরভেট আইএনএস কোরার এবং গাইডেড মিসাইল ডেসট্রয়ার আইএনএস রণবীরের কমান্ডের দায়িত্বও সামলেছেন নয়া নৌসেনা প্রধান (Chief of Naval Staff) অ্যাডমিরাল আর হরি কুমার ৷