পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Political Crisis : মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর - মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট

শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বর্ষীয়ান শিবসেনা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে (union minister Ramdas Athawale) ৷ কমপক্ষে 35 জন দলীয় বিধায়ককে নিয়ে তিনি প্রথমে গুজরাত ও পরে অসমে চলে যান ৷ তাঁর সঙ্গে সমর্থন রয়েছে একাধিক নির্দল বিধায়কেরও ৷

union minister Ramdas Athawale
মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি দাবি আঠওয়ালের

By

Published : Jun 23, 2022, 10:05 PM IST

Updated : Jun 23, 2022, 10:26 PM IST

নয়াদিল্লি, 23 জুন : যেকোনও সময় পতন হবে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি জোট সরকারের ৷ দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বে সরকার গড়বে বিজেপি ৷ বৃহস্পতিবার এই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে (New BJP govt can be formed in Maharashtra says Ramdas Athawale) ৷ কেন্দ্রীয় মন্ত্রী এদিন আরও বলেন, 2019 সালে শিবসেনা বিজেপিকে ঠকিয়ে কংগ্রেস ও বিজেপি'র সঙ্গে জোট সরকার গঠন করেছিল ৷

আরও পড়ুন : মহা-সংকটে ‘অতিসক্রিয়’ হিমন্তর বিরুদ্ধে গুয়াহাটিতে তৃণমূলের বিক্ষোভ

তাঁর কথায়, "2019 বিধানসভা নির্বাচনে বিজেপি 105টি আসন পেয়েছিল ৷ শিবসেনা পায় 56টি আসন ৷ কিন্তু বিজেপিকে সমর্থন না-করে, শিবসেনা এনসিপি ও কংগ্রেসের সঙ্গে যোগ দেয় ৷ ওরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল ৷ এখন একনাথ শিণ্ডে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন, তাঁর সঙ্গে আমাদের যোগাযোগ আছে ৷ কমপক্ষে 42 জন বিধায়ক তাঁর সঙ্গে আছেন ৷ আরও 4-5 জন তাঁর সঙ্গে যোগ দিতে পারেন ৷ শিবসেনার অন্দরেই টালমাটাল চলছে, এতে বিজেপি-র কোনও হাত নেই ৷"

উল্লেখ্য, শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বর্ষীয়ান শিবসেনা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে ৷ কমপক্ষে 35 জন দলীয় বিধায়ককে নিয়ে তিনি প্রথমে গুজরাত ও পরে অসমে চলে যান ৷ তাঁর সঙ্গে সমর্থন রয়েছে একাধিক নির্দল বিধায়কেরও ৷ পরিস্থিতি যা, তাতে মনে করা হচ্ছে যে কোনও সময় পদত্যাগ করতে পারেন উদ্ধব ৷ সেক্ষেত্রে মহারাষ্ট্রে বিরোধী জোট সরকারের পতন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে ৷

Last Updated : Jun 23, 2022, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details