কলকাতা, 23 মার্চ : দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল এখনই রাজ্য়সভায় না আনার অনুরোধ করলেন ডেরেক ও' ব্রায়েন ৷ এই বিষয় নিয়ে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন।
পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার সভা থেকে দ্যা গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2021 নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয় নিয়ে এখনই রাজ্যসভায় বিল না আনার জন্য অনুরোধ জানাল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এই বিষয় নিয়ে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন।
সেই চিঠিতে ডেরেক উল্লেখ করেছেন, 5 রাজ্যে নির্বাচন চলছে। নির্বাচনের মধ্যে অনেক রাজনৈতিক দলের সাংসদেরা সংসদে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিলে সকলের আলোচনার সুযোগ থাকা উচিত। অনুরোধ করেন এই বিলের আলোচনা পিছিয়ে দেওয়া হোক।