পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির বিষয়ে আনা বিল এখনই রাজ্য়সভায় না আনার অনুরোধ ডেরেকের - ডেরেক

রাজ্যের নির্বাচনী প্রচার সভা থেকে দ্যা গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2021 নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয় নিয়ে এখনই রাজ্যসভায় বিল না আনার জন্য অনুরোধ জানাল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এই বিষয় নিয়ে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন।

loksabha
ডেরেক ও'ব্রায়েন

By

Published : Mar 23, 2021, 4:30 PM IST

কলকাতা, 23 মার্চ : দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল এখনই রাজ্য়সভায় না আনার অনুরোধ করলেন ডেরেক ও' ব্রায়েন ৷ এই বিষয় নিয়ে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন।

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার সভা থেকে দ্যা গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2021 নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয় নিয়ে এখনই রাজ্যসভায় বিল না আনার জন্য অনুরোধ জানাল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এই বিষয় নিয়ে রাজ্যসভার অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন।

সেই চিঠিতে ডেরেক উল্লেখ করেছেন, 5 রাজ্যে নির্বাচন চলছে। নির্বাচনের মধ্যে অনেক রাজনৈতিক দলের সাংসদেরা সংসদে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিলে সকলের আলোচনার সুযোগ থাকা উচিত। অনুরোধ করেন এই বিলের আলোচনা পিছিয়ে দেওয়া হোক।

আরও পড়ুন-মোরাটোরিয়ামের সময়সীমা বাড়ানো সম্ভব নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, গতকাল দ্যা গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল 2021 পাস হয় লোকসভায় ৷ এই বিল আইনে পরিণত হলে দিল্লিতে আরও বেশি ক্ষমতা পাবেন লেফটেন্যান্ট গভর্নর ৷

ডেরেকের পাঠানো চিঠি

কেন্দ্রীয় সরকারের দাবি, এই বিল দিল্লিতে নির্বাচিত সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব স্পষ্ট ভাবে ভাগ করে দেবে ৷ সরকারের একটি সূত্রের খবর, এই বিল আইনে পরিণত হলে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির সরকারকে লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি নিতে হবে ৷

গতকাল ওই বিল পাস হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল ৷ তাঁর কথায়, ওই বিল পাস হওয়ার অর্থ দিল্লির মানুষের অপমান ৷ ভোট দিয়ে ক্ষমতায় যাদের আনা হয়েছিল তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবে এবং যারা হেরে গেছে তাদের হাতে ক্ষমতা তুলে দেবে ওই বিল ৷

ABOUT THE AUTHOR

...view details