নিউ দিল্লি, 22 এপ্রিল: পঞ্চম পর্যায়ে ভারতে পৌঁছাল রাফাল জেট ফাইটার ৷ ভারতের বিমান বাহিনী (আইএএফ) বুধবার জানিয়েছে, ফ্রান্স থেকে 8000 কিমি দূরত্ব পাড়ি দিয়ে দেশে পৌঁছেছে রাফাল ৷
ভারতের চিফ অফ এয়ার স্টাফ আরকেএস ভাদাউরিয়া বুধবার ফ্রান্সের এয়ারবেস থেকে এই নতুন দলের রাফালের যাত্রার সূচনা করেন ৷ তিনি একটি সরকারি পরিদর্শনে ফ্রান্সে রয়েছেন ৷ সেখানে রাফাল এয়ারক্রাফ্ট ট্রেনিং ফেসিলিটির জায়গাও ঘুরে দেখেন ৷
ফ্রান্সের ইন্ডিয়ান দূতাবাসের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, এয়ারচিফ মার্শাল আরকেএস ভাদাউরিয়া ফ্রান্সে এই রাফাল জেটগুলি দেখেছেন ৷ ফ্রেঞ্চ এয়ার ফোর্স আর ইউএই-র সাহায্য়ে মাঝ আকাশে রিফুয়েলিংয়ের মাধ্যমে রাফাল এসে পৌঁছাবে ভারতে ৷ আরও জানানো হয়েছে যে, কিছু রাফালকে সময়ের আগেই ভারতে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: করোনা সংকট নিয়ে মোদির ভাষণ অন্তঃসারশূন্য, কটাক্ষ রাহুলের