দিল্লি, 22 ফেব্রুয়ারি: প্রতিদিনই ভোল বদলাচ্ছে কোভিড ভাইরাস ৷ তৈরি হচ্ছে নতুন নতুন সংস্করণ ৷ তাতে বাড়ছে সংক্রমণের সম্ভাবনা ৷ বিশেষজ্ঞরা বলছেন, নয়া সংস্করণগুলি ভাইরাসের প্রাথমিক গঠনের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর ৷ এই পরিস্থিতিতে করোনার রাশ যাতে ফের একবার হাতে বাইরে না যায়, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিমানযাত্রী ও পর্যটকদের উপর বেশ কিছু নয়া বিধিনিষেধ আরোপ করল নয়া দিল্লি ৷ 22 ফেব্রুয়ারি রাত 11টা 59 মিনিট থেকে কার্যকর করা হচ্ছে নয়া নির্দেশিকা ৷
সূত্রের খবর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরামর্শ মেনেই নয়া গাইডলাইন ঘোষণা করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ যেসমস্ত আন্তর্জাতিক বিমান ইউরোপ, পশ্চিম এশিয়া এবং ব্রিটিশ যুক্তরাজ্য হয়ে আসবে, সেগুলির প্রত্য়েকটির যাত্রীদের মানতে হবে নয়া গাইডলাইন ৷
বিমানযাত্রীদের উদ্দেশ্যে একটি টুইটে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক লিখেছে, ‘‘কোভিড ভাইরাসের নয়া সংস্করণগুলির ছড়িয়ে পড়া আটকাতে ভারতে আসা আন্তর্জাতিক বিমানযাত্রী ও পর্যটকদের উপর কার্যকর থাকা গাইডলাইনে কিছু বদল আনা হয়েছে ৷ ভারতে আসার সময় আপনাদের সমস্ত গাইডলাইন মানতে হবে এবং কোরোনা রুখতে প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করতেই হবে ৷’’
আরও পড়ুন:কোভিড 19 কে নিয়ন্ত্রণে আনার কৌশল
নয়া এই গাইডলাইন মোতাবেক, ভারতে অবতরণের আগেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.newdelhiairport.in) যাত্রীকে তাঁর কোভিড-19 আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে ৷ যাত্রা শুরুর সর্বাধিক 72 ঘণ্টা আগে করানো কোভিড পরীক্ষার রিপোর্টই এক্ষেত্রে গ্রাহ্য করা হবে ৷ আপলোড করা রিপোর্ট যে ভুয়ো নয়, তা নিশ্চিত করতে যাত্রীকে একটি সেল্ফ ডিক্লেয়ারেশনও ওই ওয়েবসাইটে পোস্ট করতে হবে ৷ এরপরও থার্মাল স্ক্রিনিং-সহ অন্যান্য় তাৎক্ষণিক পরীক্ষায় পাস করার পরই ভারতগামী বিমানে চড়তে পারবেন যাত্রীরা ৷ যে সমস্ত যাত্রীরা শেষ 14 দিনে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটিশ যুক্তরাজ্য়ে সফর করেছেন, তাঁদের আলাদাভাবে চিহ্নিত করে সমস্ত তথ্য ভারত সরকারকে জানাতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট বিমান পরিবহণ সংস্থা ৷