পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Launches Ganga Vilas: 'পর্যটনে নয়া যুগ', বিশ্বের দীর্ঘতম নদী-প্রমোদতরী গঙ্গা বিলাসের উদ্বোধনে বললেন মোদি - নরেন্দ্র মোদি

বিশ্বের দীর্ঘতম নদী-প্রমোদতরী গঙ্গা বিলাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Launches Ganga Vilas)৷ শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে এমভি গঙ্গা বিলাসের ফ্ল্যাগ অফ করেন তিনি ৷

PM Modi Launches Ganga Vilas ETV Bharat
গঙ্গা বিলাসের উদ্বোধন মোদির

By

Published : Jan 13, 2023, 1:08 PM IST

Updated : Jan 13, 2023, 2:15 PM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি:ভারতকে শব্দে সংজ্ঞায়িত করা যায় না, একে শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় । শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে বিশ্বের দীর্ঘতম নদী-প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের (MV Ganga Vilas) ফ্ল্যাগ অফ করে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এ দিন দেশের উন্নয়নের অগ্রগতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেন নমো (PM Modi Launches Ganga Vilas)৷ তিনি আজ বারাণসীতে টেন্ট সিটির উদ্বোধনও করেন এবং 1,000 কোটি টাকারও বেশি মূল্যের অন্যান্য অভ্যন্তরীণ জলপথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এটি ভারতের পরিকাঠামো পরিবর্তনের দশক । ভারতে এমন সবই রয়েছে যা কেউ কল্পনা করতে পারে । আবার এখানে আপনার কল্পনার বাইরেও অনেক কিছু রয়েছে । ভারতকে কথায় সংজ্ঞায়িত করা যায় না । ভারতকে শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যেতে পারে । কারণ অঞ্চল হোক বা ধর্ম, ধর্ম হোক বা দেশ - ভারত সর্বদা সবার জন্য তার হৃদয় উন্মুক্ত করেছে ।"

এ দিন গঙ্গা বিলাসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ পরিষেবার সূচনা হল ৷ এটি একটি যুগান্তকারী মুহূর্ত । এটি ভারতে পর্যটনে একটি নতুন যুগের সূচনা করবে । মোদি বলেন, "যেখানেই ক্রুজটি যাবে, এটি উন্নয়নের একটি নতুন পথ তৈরি করবে । আজ 1000 কোটি টাকারও বেশি মূল্যের আরও কয়েকটি অভ্যন্তরীণ জলপথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । এটি পূর্ব ভারতে বাণিজ্য ও পর্যটন এবং কর্মসংস্থানের সুযোগকে প্রসারিত করবে ।" তাঁর মতে, গঙ্গা শুধু দেশের মানুষের জন্য একটি প্রবাহ নয়, ভারতের তপস্যার প্রতীক ।

আরও পড়ুন:ঘুড়ি উৎসবে নজর কাড়ল ‘আই লাভ মোদি’ লেখা ঘুড়ি

প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন যে, 3,200 কিলোমিটারেরও বেশি পথ যাত্রা করবে এমভি গঙ্গা বিলাস ৷ এই নদী ক্রুজের সূচনা দেশের অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের একটি জীবন্ত উদাহরণ । 24টি রাজ্যজুড়ে 111টি জাতীয় জলপথের উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী । বন্দর, শিপিং এবং জলপথের একজন আধিকারিক সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে, বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ এমভি গঙ্গা বিলাস ভারতে তৈরি হওয়া প্রথম ক্রুজ ।

Last Updated : Jan 13, 2023, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details