নয়াদিল্লি, 2 মার্চ: ইউক্রেনের মাটিতে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক ৷ পোল্যান্ডের ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Poland) তরফে জারি করা ওই নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে ইউক্রেনের শেহনি-মেডিকা সীমান্ত এড়িয়ে চলার জন্য ৷ এর পরিবর্তে বুডোমিয়ার্জ সীমান্ত দিয়ে ভারতীয়দের পোল্যান্ডে আসার অনুরোধ করা হয়েছে ৷
নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে, "পশ্চিম ইউক্রেনের লেভিভ, টের্নোপিল-সহ অন্যান্য জায়গায় যে ভারতীয়রা রয়েছেন তাঁদের অনুরোধ করা হচ্ছে পোল্যান্ড যাওয়ার জন্য বুডোমিয়ার্জ সীমান্ত ব্যবহারের জন্য ৷ দক্ষিণে হাঙ্গেরি ও রোমানিয়া হয়েও তাঁরা আসতে পারেন ৷ শেহনি-মেডিকা সীমান্তে ভিড থাকায় এই পথ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে ৷"