পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সপ্তাহে 70 ঘণ্টা কাজ করুন, কৃষক-শ্রমিকদের কঠোর শ্রমের উল্লেখ করে শিক্ষিতদের খোঁচা নারায়ণ মূর্তির - 70 hour work controversy

Narayana Murthy on 70 hours a week work: তাঁর বিতর্কিত বিবৃতির পক্ষে ফের সওয়াল করলেন বিলিয়নিয়ার ব্যবসায়ী নারায়ণ মূর্তি ৷ প্রতি সপ্তাহে 70 ঘণ্টা কাজ করার কথা ফের বলে তিনি খোঁচা দিয়েছেন শিক্ষিতদের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 8:08 PM IST

হায়দরাবাদ, 5 জানুয়ারি: দেশের যুবকদের প্রতি সপ্তাহে 70 ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ৷ আবারও সেই একই কথা উঠে এল তাঁর মুখে ৷ শুক্রবার তিনি জোর দিয়ে বলেন যে, দেশের বঞ্চিতরা কঠোর পরিশ্রম করেন বলেই শিক্ষিত জনসংখ্যাকে বেশি কাজ করতে হয় না ৷ তাই তাঁরা ঋণী বঞ্চিতদের কাছে ৷

সিএনবিসি-টিভি18-কে দেওয়া একটি সাক্ষাত্কারে টেক টাইকুন তাঁর পূর্বের বিবৃতির পক্ষে ফের সওয়াল করেছেন ৷ তিনি বলেন যে, দেশের কৃষক এবং কারখানার শ্রমিকরা খুব কঠোর পরিশ্রম করেন এবং এটি ভারতে খুব সাধারণ । অতএব, ভারতের কম ভাগ্যবান নাগরিকদের অত্যন্ত কঠোর পরিশ্রম করার জন্য তাঁদের কাছে ঋণী সেই ব্যক্তিরা যাঁরা সরকারের কাছ থেকে ভর্তুকি পাওয়ার সুবাদে উচ্চ ডিসকাউন্টে শিক্ষা পেয়েছেন ৷"

77 বছর বয়সি নায়ারণ মূর্তির কথায়, সোশাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সত্ত্বেও প্রচুর 'পশ্চিমী বন্ধু' এবং 'এনআরআই' তাঁর বক্তব্যে খুশি । নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি বলেছেন যে, 70 ঘণ্টা কাজের সপ্তাহ তাঁর পরিবারের জন্য খুবই সাধারণ ছিল ৷ নারায়ণমূর্তি সপ্তাহে প্রায় 90 ঘণ্টাও কাজ করতেন বলে জানান তিনি । মূর্তি বলেন যে, তিনি নিজে এই কাজ না করে কখনও এমন পরামর্শ দেননি ৷ ইনফোসিসে তিনি সকাল 6 টায় কাজ শুরু করতেন এবং রাত 9 টার মধ্যে কাজ শেষ করতেন ।

তাঁর কথায়, "আমি এটাকে এভাবে যৌক্তিক করে তুলেছি । আমার অনেক পশ্চিমী বন্ধু, অনেক এনআরআই, ভারতে অনেক ভালো মানুষ আমাকে ফোন করেছিলেন, এবং কিছু ব্যতিক্রম ছাড়া, তাঁরা সবাই খুব খুশি ৷"

তিনি আরও বলেন, "আমি সাড়ে ছয় দিন কাজে যেতাম । এমনকি ইলেকট্রনিক্স এলাকায়ও সাড়ে ছয় দিন কাজ করতাম । প্রতিদিন সকাল 6টায় বাড়ি থেকে বের হতাম । আমি 6.20-এ অফিসে ঢুকতাম । আমি প্রায় 8.15, 8.30 টা পর্যন্ত অফিসে থাকতাম ৷"

গত বছরের অক্টোবরে দেশের তরুণদের সপ্তাহে 70 ঘণ্টা কাজ করার পরামর্শ দেওয়ার পরে ইনফোসিসের প্রতিষ্ঠাতা বিতর্কে জড়িয়েছিলেন । খুব কম মানুষই তাঁর বিবৃতিকে সমর্থন করেছিলেন ৷

  1. আরও পড়ুন:
  2. 'রাজি' দেখে চোখে জল সুধা মূর্তির, আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ ইনফোসিস কর্ত্রী
  3. করোনা ; সোশাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জেরে গ্রেপ্তার ইনফোসিস কর্মী
  4. লকডাউনে কোরোনার থেকেও অনাহারে বেশি মৃত্যুর সাক্ষী হবে ভারত : নারায়ণ মূর্তি

ABOUT THE AUTHOR

...view details