পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাস্তার নির্মাণ দ্রুত ছড়িয়ে পড়ছে, রোজ 30 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে - দ্য ন্যশনাল রোড অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে সামিট

জাতীয় সড়ক সারা দেশে মোট যানবাহন চলাচলের অধিকাংশ বহন করে । দ্য ন্যাশনাল রোড অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে সামিট 2021 আয়োজন করা হতে চলেছে মার্চ মাসের 24 তারিখ থেকে । এই ভার্চুয়াল সামিটে দেশের রাস্তার সম্প্রসারণ ও গুণমান ছাড়াও আরও অনেক বিষয়ে আলোচনা করা হবে ।

road
road

By

Published : Mar 24, 2021, 8:00 AM IST

হায়দরাবাদ : যে কোনও দেশ বা রাজ্য, শহরের জীবন রেখা হল রাস্তা । এই রাস্তাগুলিই হল উন্নয়নের প্রথম সূচক । এই রাস্তা ধরেই সরকার সাধারণ মানুষ এবং তাঁদের রোজকার চাহিদা ও পরিষেবার মধ্যে সেতু বন্ধন তৈরির কাজ করে । এই কারণেই রাজনৈতিক নেতারা নির্বাচনের সময় উন্নয়নের কথা বলতে গিয়ে ভালো রাস্তা তৈরির প্রসঙ্গ তুলে ধরেন ।

সড়ক ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুসারে দেশে 62 লাখ 15 হাজার 797 কিলোমিটার রাস্তা রয়েছে । এর মধ্যে 1 লাখ 36 হাজার কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের মধ্যে পড়ছে । জাতীয় সড়কের দৈর্ঘ্য সারা দেশের মোট রাস্তার 2.19 শতাংস । কিন্তু এই জাতীয় সড়ক সারা দেশে মোট যানবাহন চলাচলের অধিকাংশ বহন করে । দ্য ন্যাশনাল রোড অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে সামিট 2021 আয়োজন করা হতে চলেছে মার্চ মাসের 24 তারিখ থেকে । এই ভার্চুয়াল সামিটে দেশের রাস্তার সম্প্রসারণ ও গুণমান ছাড়াও আরও অনেক বিষয়ে আলোচনা করা হবে ।

নির্মাণ কাজের গতি বছরের পর বছর ধরে বৃদ্ধি পেয়েছে

যদি আমরা পরিসংখ্যানের দিকে দেখি তাহলে দেখতে পাব যে গত দশকগুলিতে বছরের পর বছর ধরে রাস্তার নির্মাণ করার কাজ বৃদ্ধি পেয়েছে । এর ফল হিসেবে রাস্তা নির্মাণের জন্য দেওয়া টেন্ডার প্রক্রিয়া থেকে তার অনুমোদন দেওয়া ও নির্মাণ করার কাজ গতি পেয়েছে । এতে দেশ জুড়ে রাস্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।

বর্তমান ও আগামী আর্থিক বছরে রাস্তা নির্মাণ করার অনুমোদন দেওয়ার পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে । গত বছরগুলিতে ভালো ফল পাওয়ার জন্য সরকারের তরফে এবার গত আর্থিক বছরের থেকে বেশি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী আর্থিক বছরের জন্য । 2021-22 আর্থিক বছরের জন্য সরকার 12 হাজার কিলোমিটার রাস্তা তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে । যা সত্যিই খুব ভালো ।

রাস্তার জন্য বরাত এবং নির্মাণকার্যের পরিমাণ

রোজ 30 কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হচ্ছে

গত কয়েক বছর ধরে দেশে রাস্তা নির্মাণের কাজ বৃদ্ধি পেয়েছে । গত তিন বছরে জাতীয় সড়ক নির্মাণ করার কাজের পরিসংখ্যানের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে গড়ে 10 হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে । পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান আর্থিক বছরে 2021 সালের 5 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 9 হাজার 242 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে । এই পদ্ধতিতে রোজ প্রায় 30 কিলোমিটার (29.81 কিলোমিটার) রাস্তা নির্মাণ করা হয়েছে ।

জাতীয় সড়ক সারা দেশজুড়ে বিস্তার লাভ করছে

দেশজুড়ে জাতীয় সড়কের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এই জাতীয় সড়কের সাহায্যে দেশের প্রতিটি অংশ একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে পড়েছে । এই রাস্তাগুলির জন্য উন্নয়নের কাজ একেবারে প্রত্যন্ত অঞ্চল এবং গ্রামের সঙ্গে দিল্লি ও মুম্বইয়ের মতো শহরের সঙ্গে সংযুক্ত করেছে । জাতীয় সড়ক রোজই বিস্তার লাভ করছে । দেশের প্রতিটি রাজ্যে জাতীয় সড়কের সম্প্রসারণ ঘটছে । এর জন্য কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ করেছে । পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে রাজ্যগুলিতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্দিষ্ট সময় অন্তর কোটি কোটি টাকা রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ।

রাস্তার জন্য বরাদ্দ অর্থ

বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যে জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে, তাতে কতটা বাজেট বরাদ্দ হচ্ছে এবং কতটা খরচ হচ্ছে, এই নিয়ে তথ্য একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে লোকসভায় জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে । এই তথ্য অনুযায়ী, গত তিন বছরে জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে এবং খরচ করা হয়েছে মহারাষ্ট্রের জন্য ।

ABOUT THE AUTHOR

...view details