হায়দরাবাদ : যে কোনও দেশ বা রাজ্য, শহরের জীবন রেখা হল রাস্তা । এই রাস্তাগুলিই হল উন্নয়নের প্রথম সূচক । এই রাস্তা ধরেই সরকার সাধারণ মানুষ এবং তাঁদের রোজকার চাহিদা ও পরিষেবার মধ্যে সেতু বন্ধন তৈরির কাজ করে । এই কারণেই রাজনৈতিক নেতারা নির্বাচনের সময় উন্নয়নের কথা বলতে গিয়ে ভালো রাস্তা তৈরির প্রসঙ্গ তুলে ধরেন ।
সড়ক ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুসারে দেশে 62 লাখ 15 হাজার 797 কিলোমিটার রাস্তা রয়েছে । এর মধ্যে 1 লাখ 36 হাজার কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের মধ্যে পড়ছে । জাতীয় সড়কের দৈর্ঘ্য সারা দেশের মোট রাস্তার 2.19 শতাংস । কিন্তু এই জাতীয় সড়ক সারা দেশে মোট যানবাহন চলাচলের অধিকাংশ বহন করে । দ্য ন্যাশনাল রোড অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে সামিট 2021 আয়োজন করা হতে চলেছে মার্চ মাসের 24 তারিখ থেকে । এই ভার্চুয়াল সামিটে দেশের রাস্তার সম্প্রসারণ ও গুণমান ছাড়াও আরও অনেক বিষয়ে আলোচনা করা হবে ।
নির্মাণ কাজের গতি বছরের পর বছর ধরে বৃদ্ধি পেয়েছে
যদি আমরা পরিসংখ্যানের দিকে দেখি তাহলে দেখতে পাব যে গত দশকগুলিতে বছরের পর বছর ধরে রাস্তার নির্মাণ করার কাজ বৃদ্ধি পেয়েছে । এর ফল হিসেবে রাস্তা নির্মাণের জন্য দেওয়া টেন্ডার প্রক্রিয়া থেকে তার অনুমোদন দেওয়া ও নির্মাণ করার কাজ গতি পেয়েছে । এতে দেশ জুড়ে রাস্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।
বর্তমান ও আগামী আর্থিক বছরে রাস্তা নির্মাণ করার অনুমোদন দেওয়ার পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে । গত বছরগুলিতে ভালো ফল পাওয়ার জন্য সরকারের তরফে এবার গত আর্থিক বছরের থেকে বেশি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী আর্থিক বছরের জন্য । 2021-22 আর্থিক বছরের জন্য সরকার 12 হাজার কিলোমিটার রাস্তা তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে । যা সত্যিই খুব ভালো ।