কলকাতা, 1 অক্টোবর: মণিপুরের পরিস্থিতিকে দুঃখজনক বলে বর্ণনা করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি তথা অধ্যাপক সুগত বসু ৷ সেই সঙ্গে মণিপুরকে শান্ত করার উপায়ের কথাও জানালেন তিনি ৷ তৃণমূলের প্রাক্তন সাংসদের মতে, উত্তর-পূর্ব রাজ্যে ন্যায্য ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা করতে হবে ৷ এর জন্য মেইতেই, কুকি এবং নাগাদের একছাতার তলা আনার পরামর্শ দিয়েছেন তিনি ৷
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সুগত বসু জানিয়েছে, বিবাদমান দুই সম্প্রদায় 1944 সালে নেতাজির তৈরি ভারতের জাতীয় বাহিনীতে যোগ দিয়েছিলেন স্বাধীনতার লড়াইয়ে ৷ এই দুই সম্প্রদায় ভারতে অগ্রসর হওয়ার জন্য বিষ্ণুপুর ও উখরুল জেলার যুদ্ধক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ৷ তাই তাঁর বিশ্বাস বিবাদমান সম্প্রদায়গুলিকে একছাতার নিচে নিয়ে এসে ন্যায্য ক্ষমতা ভাগ করে দিলেই মণিপুরের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ৷
আর এ ক্ষেত্রে নেতাজির স্বাধীনতার লড়াইয়ে এই তিন সম্প্রদায়ের আত্মবলিদানের কাহিনী, ফের একবার তাঁদের এক করতে পারে ৷ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইে নেতাজির ডাকে সাড়া দিয়ে মেইতেই ও কুকিরা এক হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার লড়াইয়ে ৷ জাতীয়তাবাদের সেই আবেগকে এক্ষেত্রে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি অধ্যাপক সুগত বসু ৷