নয়াদিল্লি, 15 অগস্ট: নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার সময় হয়েছে (Netaji daughter)৷ 76তম স্বাধীনতা দিবসে (Independence Day 2022) এই দাবি জানালেন নেতাজির কন্যা অনিতা বসু পাফ (Anita Bose Pfaff)৷ তাঁর দাবি, নেতাজির মৃত্যু 1945 সালের 18 অগস্ট হয়েছিল কি না, তা নিয়ে যে সংশয় রয়েছে তা ডিএনএ পরীক্ষা করলেই বোঝা যাবে ৷
জার্মানিতে বসবাসকারী অস্ট্রিয়ান বংশোদ্ভূত অনিতা বসু পাফ বিবৃতিতে বলেছেন, ডিএনএ পরীক্ষা করলে তবেই বোঝা যাবে যে টোকিয়োর রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রাখা রয়েছে তা নেতাজিরই কি না ৷ জাপানের সরকারও এই উদ্যোগে রাজি রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ বলেছেন, তাঁর বাবা যেহেতু স্বাধীনতার স্বাদ পাওয়ার সুযোগ পাননি, তাই এটাই সময় যখন তাঁর চিতাভস্ম অন্তত দেশের মাটিতে আনা উচিত ৷