পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Netaji daughter নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার সময় হয়েছে, স্বাধীনতা দিবসে দাবি কন্যার - 76তম স্বাধীনতা দিবস

নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার সময় হয়েছে (Anita Bose Pfaff)৷ 76তম স্বাধীনতা দিবসে বিবৃতি দিয়ে এই দাবি জানালেন তাঁর কন্যা অনিতা বসু পাফ (Netaji daughter)৷

netajis-daughter-anita-bose-pfaff-says-his-remains-should-be-brought-back-to-india
নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার সময় হয়েছে, স্বাধীনতা দিবসে দাবি কন্যার

By

Published : Aug 15, 2022, 5:45 PM IST

Updated : Aug 16, 2022, 9:29 AM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার সময় হয়েছে (Netaji daughter)৷ 76তম স্বাধীনতা দিবসে (Independence Day 2022) এই দাবি জানালেন নেতাজির কন্যা অনিতা বসু পাফ (Anita Bose Pfaff)৷ তাঁর দাবি, নেতাজির মৃত্যু 1945 সালের 18 অগস্ট হয়েছিল কি না, তা নিয়ে যে সংশয় রয়েছে তা ডিএনএ পরীক্ষা করলেই বোঝা যাবে ৷

জার্মানিতে বসবাসকারী অস্ট্রিয়ান বংশোদ্ভূত অনিতা বসু পাফ বিবৃতিতে বলেছেন, ডিএনএ পরীক্ষা করলে তবেই বোঝা যাবে যে টোকিয়োর রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রাখা রয়েছে তা নেতাজিরই কি না ৷ জাপানের সরকারও এই উদ্যোগে রাজি রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ বলেছেন, তাঁর বাবা যেহেতু স্বাধীনতার স্বাদ পাওয়ার সুযোগ পাননি, তাই এটাই সময় যখন তাঁর চিতাভস্ম অন্তত দেশের মাটিতে আনা উচিত ৷

আরও পড়ুন:নেতাজি ট্যাবলো বিতর্কে সাফাই নির্মলার

বিবৃতিতে নেতাজির একমাত্র সন্তান অনিতা বসু পাফ বলেছেন, "চিতাভস্মের থেকে ডিএনএ নেওয়া হলে আধুনিক প্রযুক্তির দ্বারা উন্নত মানের ডিএনএ পরীক্ষা করা সম্ভব ৷ নেতাজির মৃত্যু 1945 সালের 18 অগস্ট হয়েছিল কি না তা নিয়ে যাঁদের এখনও সংশয় রয়েছে, তাঁরা বৈজ্ঞানিক প্রমাণ পাওয়ার সুযোগ পেয়ে যাবেন যে টোকিয়োর রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম তাঁরই কি না ৷"

Last Updated : Aug 16, 2022, 9:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details