দিল্লি, 8 জানুয়ারি : নেতাজির ভাইঝি ও শরৎচন্দ্র বোসের কনিষ্ঠ কন্যা চিত্রা ঘোষ পরলোকগমন করেছেন গতকাল। এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক বছর আগে চিত্রাদেবীর সঙ্গে দেখাও করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় নানা বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন। সেই কথার স্মৃতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
এই নিয়ে মোদি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "শিক্ষাজগত ও সামাজিক ক্ষেত্রে প্রফেসর চিত্রা ঘোষের অসাধারণ অবদান রয়েছে। আমি তাঁর সঙ্গে আমার কথা বলার স্মৃতি মনে করছিলাম। যখন আমরা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ-সহ একাধিক বিষয়ে আলোচনা করেছি। তাঁর প্রয়াণে দুঃখ পেয়েছি। তাঁর পরিবারকে জানাই সমবেদনা। ওম শান্তি।"