পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নেতাজি না প্রসেনজিৎ! রাষ্ট্রপতি ভবনের পোট্রেটে বিতর্ক - President Ramnath Kovind

রাষ্ট্রপতি ভবনে উন্মোচিত নেতাজির পোট্রেট ঘিরে বিতর্ক৷ নেতাজির বদলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোট্রেট আঁকানো হয়েছে বলে অভিযোগ৷ তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷

Netaji Or Actor Who Played Him? President's House Portrait Stirs New Row
নেতাজি না প্রসেনজিৎ! রাষ্ট্রপতি ভবনের পোট্রেটে বিতর্ক

By

Published : Jan 25, 2021, 4:59 PM IST

Updated : Jan 25, 2021, 5:43 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ঘিরে বিতর্ক তৈরি হল৷ রাষ্ট্রপতি ভবনে নেতাজির একটি পোট্রেট উন্মোচন ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে৷ নেতাজি-জয়ন্তী রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে ছবিটির উন্মোচন করেন, সেই ছবিটি আসলে নেতাজির নয়৷ এমনই দাবি করা হচ্ছে সোশাল মিডিয়া থেকে৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে ওই ছবিটি আসলে পর্দায় নেতাজি-রূপী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি৷

যদিও বিজেপির তরফে এই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ তাদের দাবি, নেতাজির পরিবারের তরফে শিল্পী পরেশ মাইতিকে নেতাজির একটি ছবি দেওয়া হয়েছে৷ সেটা দেখেই পোট্রেটটি এঁকেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ওই শিল্পী৷ তাই এর সঙ্গে অভিনেতার মুখের মিল থাকার দাবি ভিত্তিহীন৷ প্রসঙ্গত, সৃজিত মুখার্জির গুমনামী সিনেমায় নেতাজির ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ ।

56 বছরের পরেশ মাইতি বাংলার পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র৷ তিনি এখন দিল্লিতে থাকেন৷ তবে তাঁর কাছে নেতাজির পরিবারের কোন সদস্য এই ছবি দিয়েছেন, তা জানা যায়নি৷ এই নিয়ে প্রথমে টুইট করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র৷ তবে পরে তিনি টুইটটি ডিলিট করে দেন৷ কিন্তু এতে সোশাল মিডিয়ায় ট্রোল অবশ্য থামেনি৷

এই টুইট করেছিলেন মহুয়া মৈত্র

উল্লেখ্য, চলতি বছরে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ গত শনিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে মূল অনুষ্ঠানটি হয়৷ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, এবার থেকে প্রতি 23 জানুয়ারি দেশজুড়ে পরাক্রম দিবস পালন করা হবে৷

আরও পড়ুন :রাজ্যে অবাধ নির্বাচন সুনিশ্চিত করার মামলা গৃহীত হল না সুপ্রিম কোর্টে

এই বছরও দেশের বিভিন্ন জায়গায় পরাক্রম দিবসের অনুষ্ঠান পালন করা হয়৷ তারই অঙ্গ হিসেবে নেতাজিকে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ভবনে৷ নেতাজির একটি পোট্রেট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উন্মোচন করেন৷ যা নিয়ে তৈরি হয় বিতর্ক৷

Last Updated : Jan 25, 2021, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details