পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আস্থাভোটে হার নেপালের প্রধানমন্ত্রীর - KP Sharma Oli loses confidence vote in Parliament

কে পি শর্মা ওলি (ফাইল ছবি)
কে পি শর্মা ওলি (ফাইল ছবি)

By

Published : May 10, 2021, 5:57 PM IST

Updated : May 10, 2021, 7:18 PM IST

17:55 May 10

আস্থাভোটে হার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ৷

কাঠমান্ডু, 10 মে : আস্থাভোটে হার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ৷ নেপালের সংসদে 271 জন সদস্য ৷ তাঁদের মধ্যে আজ আস্থা ভোটে উপস্থিত ছিলেন 232 জন ৷ তাঁদের মধ্যে ওলির পক্ষে মত দিয়েছেন 93 জন এবং তাঁর বিপক্ষে মত দিয়েছেন 124 জন সদস্য ৷

38 মাস নেপালের সরকারে থাকার পর ওলি পরাজিত হলেন আস্থা ভোটে ৷ অনুপস্থিত থাকা ও আস্থাভোটে অংশ না নেওয়া এমন সদস্যদের মধ্যে নেপালের কমিউনিস্ট পার্টির 28 জন সদস্য ছিলেন ৷ দলের তরফে হুইপ জারি করা থাকলেও এইভাবে আস্থা ভোট এড়িয়ে যাওয়া তাঁদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নিতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷

নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারির কাছে ইস্তফাপত্র জমা দেবেন কে পি শর্মা ওলি ৷ এরপর প্রেসিডেন্ট পার্লামেন্টকে নতুন সরকার গঠনের বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলবেন ৷

আরও পড়ুন : নেপালে অব্যাহত রাজনৈতিক সংকট

Last Updated : May 10, 2021, 7:18 PM IST

For All Latest Updates

TAGGED:

Oli

ABOUT THE AUTHOR

...view details