কাঠমান্ডু, 15 জানুয়ারি: পোখরার বিমান দুর্ঘটনার (Pokhara Plane Crash) তদন্তে কমিশন গঠন করল নেপাল সরকার ৷ রবিবার ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে (Commission to Probe Plane Crash)৷ নিহতদের প্রতি শোকজ্ঞাপনের উদ্দেশে 16 জানুয়ারি অর্থাৎ সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৷
দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান
রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমান ৷ পাঁচ ভারতীয়-সহ 72 জন যাত্রী নিয়ে বিমানটি পোখরা বিমানবন্দরে অবতরণের সময় সেতি নদীর ঘাটে ভেঙে পড়ে ৷ সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে দাউ দাউ করে আগুন জ্বলছে বিমানের ধ্বংসস্তূপ থেকে ৷
উচ্চ পর্যায়ের বৈঠকে প্রচণ্ড
এই ঘটনার (Nepal Plane Crash Updates) সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ ৷ দুর্ঘটনার অব্যবহিত পরেই এই নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড (Pushpa Kamal Dahal 'Prachanda)৷ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রক, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে দ্রুত উদ্ধারকাজ শেষ করতে নির্দেশ দেন তিনি ৷ প্রয়োজনীয় সবরকম জরুরি অবস্থা দ্রুত সামাল দিতে বলেন নেপালের প্রধানমন্ত্রী ৷