পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi on Nehru Museum: 'নাম নয়, নেহরুজির কাজই তাঁর পরিচয়', মিউজিয়াম-বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের - শশী থারুর

দাদু জওহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ৷ সোমবার তাঁর নামে থাকা মিউজিয়াম ও লাইব্রেরির নাম বদলেছে বিজেপি সরকার ৷ এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন প্রপৌত্র রাহুল গান্ধি ৷

ETV Bharat
রাহুল গান্ধি

By

Published : Aug 17, 2023, 12:40 PM IST

Updated : Aug 17, 2023, 1:57 PM IST

নয়াদিল্লি, 17 অগস্ট:নেহরু মিউজিয়াম ও লাইব্রেরির নাম পরিবর্তন নিয়ে তাঁর মত জানালেন রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার সাংবাদিকরা কংগ্রেস সাংসদকে নেহরু সংগ্রহশালার নাম বদল নিয়ে প্রশ্ন করেন ৷ উত্তরে কংগ্রেস সাংসদ প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন ৷ তারপর তিনি হাসতে হাসতে বলেন, "নেহরুজির পরিচয় তাঁর কাজে ৷ তাঁর নাম নয় ৷"

এনএমএমএল সংগ্রহশালা ও গ্রন্থাগারের নাম বদল নিয়ে কংগ্রেস একটি টুইট করেছে ৷ তাতে একটি ছবি পোস্ট করা হয়েছে ৷ ছবিতে পেন্সিলে আঁকা জওহরলাল নেহরুর স্কেচ মুছে দিচ্ছে একটি রাবার ৷ সেটি গেরুয়া রঙের এবং তাতে পদ্মফুল রয়েছে ৷ 14 অগস্ট 'নেহরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি'র নাম পরিবর্তন করে 'প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি' করেছে বিজেপি সরকার ৷ এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ মোদি সরকারের তুমুল সমালোচনা করেছে কংগ্রেস ৷

প্রবীণ নেতা তথা কংগ্রেসের মিডিয়া ইন-চার্জ জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ জওহরলাল নেহরু দেশে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে ছিলেন ৷ তাতে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাই তিনি জওহরলাল নেহরুর নামের সংগ্রহশালার নাম পালটে দিয়েছেন ৷ শুধু এনের জায়গায় পি করেছেন ৷" আর এই 'পি' মানে সংকীর্ণতা, নীচতা, জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷

আরও পড়ুন: নাম বদল ! নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এখন থেকে 'প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম'

এই নাম বদলের সমালোচনা করেছেন কংগ্রেসের আরেক প্রবীণ নেতা শশী থারুর ৷ প্রাক্তন কূটনীতিক একটি সংবাদসংস্থায় বলেন, "একটি ভবনে মধ্যে সব প্রধানমন্ত্রীর কাজকর্মের নিদর্শন রাখার পরিকল্পনা অভূতপূর্ব ৷ এই বিস্তারের ধারণাটা খুবই ভালো ৷ আমজনতাকেও উৎসাহিত করবে বলে আমি মনে করি ৷ তবে, যে প্রক্রিয়ায় তা হল, সেটি সংকীর্ণ ৷"

তিনি আরও বলেন, "দেশের প্রথম অন্তর্বর্তী সরকার গড়েছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ৷ তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, 17 বছর ধরে প্রধানমন্ত্রী থেকেছেন ৷ বিজেপি সরকার নেহরু মেমোরিয়াল প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম নামটিই রাখতে পারত ৷ এই নীচতা দুর্ভাগ্যজনক ৷ আমাদের অতীত ইতিহাসের কয়েকটি নির্দিষ্ট ঘটনার প্রতি বিদ্বেষ রয়েছে, এটা তাই প্রমাণ করে ৷"

Last Updated : Aug 17, 2023, 1:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details