নয়াদিল্লি, 17 অগস্ট:নেহরু মিউজিয়াম ও লাইব্রেরির নাম পরিবর্তন নিয়ে তাঁর মত জানালেন রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার সাংবাদিকরা কংগ্রেস সাংসদকে নেহরু সংগ্রহশালার নাম বদল নিয়ে প্রশ্ন করেন ৷ উত্তরে কংগ্রেস সাংসদ প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন ৷ তারপর তিনি হাসতে হাসতে বলেন, "নেহরুজির পরিচয় তাঁর কাজে ৷ তাঁর নাম নয় ৷"
এনএমএমএল সংগ্রহশালা ও গ্রন্থাগারের নাম বদল নিয়ে কংগ্রেস একটি টুইট করেছে ৷ তাতে একটি ছবি পোস্ট করা হয়েছে ৷ ছবিতে পেন্সিলে আঁকা জওহরলাল নেহরুর স্কেচ মুছে দিচ্ছে একটি রাবার ৷ সেটি গেরুয়া রঙের এবং তাতে পদ্মফুল রয়েছে ৷ 14 অগস্ট 'নেহরু মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি'র নাম পরিবর্তন করে 'প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি' করেছে বিজেপি সরকার ৷ এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ মোদি সরকারের তুমুল সমালোচনা করেছে কংগ্রেস ৷
প্রবীণ নেতা তথা কংগ্রেসের মিডিয়া ইন-চার্জ জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ জওহরলাল নেহরু দেশে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে ছিলেন ৷ তাতে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাই তিনি জওহরলাল নেহরুর নামের সংগ্রহশালার নাম পালটে দিয়েছেন ৷ শুধু এনের জায়গায় পি করেছেন ৷" আর এই 'পি' মানে সংকীর্ণতা, নীচতা, জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷