পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

assam-mizoram border issue : অসম-মিজোরাম নিয়ে শাহ’র সঙ্গে ফোনালাপে শান্তির বার্তা দুই মুখ্যমন্ত্রীর - Supreme Court

অমিত শাহ’র সঙ্গে ফোনালাপের পর সুর নরম অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের ৷ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে সম্মতি জানালেন মিজোরামের মুখ্যমন্ত্রী ৷ অন্যদিকে, বিষয়টি নিয়ে স্থায়ী সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷

negotiating-a-settlement-of-assam-mizoram-border-issue-through-dialogue-says-amit-shah
অসম-মিজোরাম নিয়ে শাহ’র সঙ্গে ফোনালাপে শান্তির বার্তা বিশ্ব শর্মা এবং জোরামথাঙ্গা’র

By

Published : Aug 1, 2021, 6:22 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট : অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমানা সংক্রান্ত সমস্যা নিয়ে এবার সুর নরম করতে শুরু করল দু’পক্ষই ৷ আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা’র বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার করার কথা জানিয়েছেন মিজোরাম’র মুখ্য়সচিব লালনুংমাওয়িয়া চুনাগো ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে করা এফআইআরে সম্মতি দেননি ৷ রবিবার অসম এবং মিজোরামের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যেখানে দুই রাজ্যকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাজ্যের সীমানা সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করেছেন দুই যুযুধান রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সীমানা সংক্রান্ত এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে আজ জানিয়েছেন ৷

অসমের মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে প্রতিবেশী রাজ্যে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে যদি তাঁকে হাজিরা দিতে হয়, তিনি তা করতে রাজি ৷ তাতে যদি উত্তর-পূর্ব ভারতের শান্তি বজায় থাকে, তাহলে তিনি তাই করবেন ৷ কিন্তু, তাঁর পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে তিনি কোনওরকম তদন্ত করতে দেবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা ৷

একদিকে অসমের মুখ্যমন্ত্রী নরমে-গরমে রয়েছেন ৷ তখন উল্টোদিকে অতিআগ্রাসী মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে আজ অনেকটাই শান্ত দেখিয়েছে ৷ অমিত শাহ’র সঙ্গে ফোনালাপের পর তিনি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সীমানা সমস্যা মেটানোর বার্তা দিয়েছেন ৷ যেখানে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে মিজোরাম সরকার অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার করে নিয়েছে ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ত্রিমুখী এই ফোনালাপে অসম পুলিশের উপর গুলি চালানো এবং রাস্তা সম্প্রসারণ করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে জোরামথাঙ্গাকে ? আর তার ফলেই কি 6 দিনের মাথায় আগ্নেয়গিরির আগুন নিভে গেল ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন : অসম-মিজোরাম সংঘর্ষে কেন্দ্রের 'ব্যর্থতা' নিয়ে সরব অভিষেক-রাহুল

তবে, মিজোরামের মুখ্যসচিব অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করার কথা জানালেও 6 পুলিশ আধিকারিক এবং 200 অশনাক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে মিজো সরকারের করা এফআইআর নিয়ে কিছু স্পষ্ট করেননি ৷ প্রসঙ্গত, তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন :Assam-Mizoram border : অবরোধ উঠে গেলেও বন্ধ ট্রাক চলাচল, অসম-মিজ়োরাম সীমানায় টহল কেন্দ্রীয় বাহিনীর

তবে, রাজনৈতিক মহলের মতে, আপাতত অসম-মিজোরাম সীমানায় শান্তি বজায় থাকবে ৷ কারণ বিজেপির শরিক দলের মুখ্যমন্ত্রী হিসেবে জোরামথাঙ্গা অমিত শাহকে এরপর আর হয়তো নাও চটাতে পারেন ৷ পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মাও সীমানা সমস্যাকে সুপ্রিম কোর্টের কোর্ট ঠেলে দেওয়ার কথা জানিয়েছেন ৷ ফলে আইনি লড়াই যতদিন চলবে, ততদিন দুই সরকারের তরফে কোনও উত্তেজনা তৈরি হবে না বলেই মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details