নয়াদিল্লি, 3 মে :কোভিড আবহে অন্তত চারমাসের জন্য স্থগিত করে দেওয়া হল ন্য়াশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স ট্রেস্ট বা নিট (স্নাতকোত্তর) ৷ সোমবার প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) তরফে জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে যুদ্ধে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যাতে আরও বেশি করে নিযুক্ত করা যায়, তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ নিট-পিজি পরীক্ষা অন্তত 4 মাসের জন্য স্থগিত করা হচ্ছে ৷
পিএমও-র তরফে জানানো হয়েছে, সরকারের আসন্ন নিয়োগ সূচিতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্য়ক্তিদের নিযুক্ত করার ক্ষেত্রে 100 দিনের কোভিড ডিউটিকে অগ্রাধিকার দেওয়া হবে ৷ চিকিৎসকদের অধীনের মেডিক্য়াল ইনটার্নদের করোনা মোকাবিলার দায়িত্ব পালন করতে হবে ৷