পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অন্তত চারমাসের জন্য স্থগিত নিট-পিজি, জানাল পিএমও - করোনা

অন্তত চার মাসের জন্য পিছিয়ে গেল নিট-পিজি পরীক্ষা ৷ সোমবার পিএমও-র তরফে একথা জানানো হয়েছে ৷ দেশের করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত ৷

NEET PG 2021 exam postponed by 4 months, said PMO
অন্তত চারমাসের জন্য স্থগিত নিট-পিজি, জানাল পিএমও

By

Published : May 3, 2021, 5:53 PM IST

নয়াদিল্লি, 3 মে :কোভিড আবহে অন্তত চারমাসের জন্য স্থগিত করে দেওয়া হল ন্য়াশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স ট্রেস্ট বা নিট (স্নাতকোত্তর) ৷ সোমবার প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) তরফে জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে যুদ্ধে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যাতে আরও বেশি করে নিযুক্ত করা যায়, তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ নিট-পিজি পরীক্ষা অন্তত 4 মাসের জন্য স্থগিত করা হচ্ছে ৷

পিএমও-র তরফে জানানো হয়েছে, সরকারের আসন্ন নিয়োগ সূচিতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্য়ক্তিদের নিযুক্ত করার ক্ষেত্রে 100 দিনের কোভিড ডিউটিকে অগ্রাধিকার দেওয়া হবে ৷ চিকিৎসকদের অধীনের মেডিক্য়াল ইনটার্নদের করোনা মোকাবিলার দায়িত্ব পালন করতে হবে ৷

পিএমও এই প্রসঙ্গে জানিয়েছে, এমবিবিএসের ফাইনাল ইয়ারের পড়ুয়াদের টেলিকাউন্সেলিং এবং মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে ৷ চিকিৎসকদের তত্ত্বাবধানেই তাঁরা এই কাজ করবেন ৷ প্রশিক্ষিত নার্সদের চিকিৎসক ও সিনিয়র নার্সদের অধীনে সারাক্ষণের জন্য কোভিড চিকিৎসাকেন্দ্রে নিয়োগ করা হতে পারে ৷

আরও পড়ুন :তাজা বাতাস দেবে ত্রিপুরার অক্সিজেন পার্ক

প্রসঙ্গত, এর আগে গত 15 এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন নিট-পিজি পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছিলেন ৷ অতিমারির বাড়বাড়িতেই করা হয়েছিল এই পদক্ষেপ ৷

ABOUT THE AUTHOR

...view details