দিল্লি, 7 ডিসেম্বর : নাম না করেই, পরিবর্তিত কৃষি আইনে পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ আগ্রা মেট্রোর ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘উন্নয়নের জন্য় সংস্কার খুব জরুরি ৷ নতুন নির্দেশ এবং সুযোগ সুবিধার জন্য় পরিবর্তন বিশেষ করে দরকার ৷ বিগত শতকের আইনকে ব্য়বহার করে, আগামী শতককে তৈরি করা সম্ভব নয় ৷’’
মঙ্গলবার কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে কৃষকদের ভারত বনধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই মন্তব্য় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ তবে, কৃষি আইন বা কৃষকদের আন্দোলন সম্পর্কে সরাসরি তিনি কিছুই বলেননি ৷ রাজনীতির কারবারিরা বলছেন, কথায় আছে ‘‘সমাঝদারো কে নিয়ে ইশারা কাফি হ্য়ায়’’৷ আর প্রধানমন্ত্রীর পুরোনো আইনকে বাতিল করা মন্তব্য়ের মধ্য়ে দিয়ে, কৃষি আইনকেই যে উল্লেখ করেছেন, তা বলাই বাহুল্য় ৷ এদিন প্রধানমন্ত্রী এও বলেন, ‘‘কিছু পুরনো আইন যা পুরনো শতকে খুব ভালো ভাবে কাজ করত ৷ কিন্তু, এখন সেগুলি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে ৷ তাই সময়ের সঙ্গে সঙ্গে বদল হওয়া খুব জরুরি ৷’’