নয়াদিল্লি, 1 জানুয়ারি :শুধুমাত্র মাদার টেরেসার হাতে গড়া সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি (Missionaries of Charity) নয়, সব মিলিয়ে মোট 5 হাজার 789টি সংস্থার ক্ষেত্রে ‘বিদেশি অবদান নিয়ন্ত্রণ আইন’ (Foreign Contribution Regulation Act) বা এফসিআরএ (FCRA) সংক্রান্ত লাইসেন্স বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই তালিকায় রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia), ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ (Indian Medical Association) আরও অনেক নামজাদা সংস্থা ৷
FCRA Licence Controversy : প্রায় ছ’হাজার সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করল স্বরাষ্ট্র মন্ত্রক - জামিয়া মিলিয়া ইসলামিয়া
নতুন বছরের প্রথম দিনেই বাতিল হয়ে গেল প্রায় ছ’হাজার সংস্থার এফসিআরএ লাইসেন্স (FCRA Licence) ৷ যাদের মধ্যে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia), ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ (Indian Medical Association) আরও অনেক নামজাদা সংস্থা ৷
![FCRA Licence Controversy : প্রায় ছ’হাজার সংস্থার এফসিআরএ লাইসেন্স বাতিল করল স্বরাষ্ট্র মন্ত্রক nearly 6 thousand entities including jamia millia islamia and indian medical association lose fcra licence](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14069935-300-14069935-1641049047220.jpg)
তথ্য বলছে, শনিবারই 5 হাজার 789টি সংস্থার এফসিআরএ লাইসেন্সের (FCRA Licence) মেয়াদ ফুরিয়ে গিয়েছে ৷ যার মধ্যে 600টি সংস্থাই রয়েছে রাজধানী দিল্লিতে ৷ তালিকায় রয়েছে নেহরু মেমোরিয়াল মিউজয়াম, আইআইটি দিল্লি, ইন্দিরা গান্ধি ন্যাশনাল সেন্টার ফর আর্টস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্য়াডমিনিস্ট্রেশন প্রভৃতি ৷ যে সংস্থাগুলির এফসিআরএ লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে, বা তাদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, সেগুলির নাম ইতিমধ্যেই সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকা আকারে পেশ করা হয়েছে ৷ সূত্রের দাবি, সংশ্লিষ্ট সংস্থাগুলি হয় লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন জানায়নি, অথবা তাদের আবেদন বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ যে ক’টি আবেদন বাতিল করা হয়েছে, তার সবক’টির জন্যই তথ্যপ্রমাণ পেশ সংক্রান্ত ত্রুটিকে দায়ী করেছে সরকার পক্ষ ৷
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, 2020 সালের 30 সেপ্টেম্বর থেকে 2021 সালের 31 ডিসেম্বরের মধ্যে সব মিলিয়ে মোট 12 হাজার 989 টি সংস্থা তাদের এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণের জন্য কেন্দ্রের কাছে আবেদন পাঠায় ৷ তার মধ্যে 179টি সংস্থার আবেদন পত্রপাঠ বাতিল করা হয় ৷ বাকিদের আবেদন আপাতত খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে ৷ শনিবারের আগে পর্যন্ত মোট 22 হাজার 762টি সংস্থার কাছে এই লাইসেন্স ছিল ৷ শনিবার সেই সংখ্যাটাই কমে হয় 16 হাজার 829 ৷