নয়াদিল্লি, 30 নভেম্বর: ইস্তফা দিলেন প্রণয় রয় ও রাধিকা রয় ৷ এনডিটিভির প্রোমোটার গ্রুপ আরআরপিআরএইচ তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে জানা গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিননিহা চেনগালভারায়নকে বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ 1988 সালে প্রণয় রায়ের হাত ধরে নিউ দিল্লি টেলিভিশন লিমিটেডের (New Delhi Television Ltd) পথ চলা শুরু ৷ এর আগে জানা গিয়েছিল এনডিটিভির প্রধান হিসেবে প্রণয়-ই থাকুন এমনটা চেয়েছিলেন গৌতম আদানি । তবে শেষমেশ ইস্তফা দিলেন প্রণয় এবং রাধিকা ।
এনডিটিভির প্রোমোটর গ্রুপ আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন দু'জন ৷ তাঁরা আরআরপিআরএইচের 29.18 শতাংশের অংশীদারি ৷ আর সম্প্রতি আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani) তা কিনে নিয়েছেন ৷ 29 নভেম্বর আরআরপিআরএইচ প্রণয়-রাধিকা রয়ের ইস্তফাপত্র গ্রহণ করে একটি বিবৃতিতে জানায়, "আরআরপিআরএইচ সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিননিহা চেনগালভারায়নকে বোর্ডের নতুন ডিরেক্টর হিসেবে অনুমোদিত করছে ৷"