নয়াদিল্লি, 23 জানুয়ারি:হ্যাক করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল (NDRF Twitter handle hacked) ৷ রবিবার একথা জানালেন এনডিআরএফ-এর ডিরেক্টর জেনারেল অতুল কারওয়াল ৷ বর্তমানে এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনডিআরএফ-এর ডিজি (NDRF Director General Atul Karwal) ৷
গত 19 জানুয়ারি পালিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 17তম স্থাপনা দিবস (17th Raising Day of NDRF)৷ তার কয়েকদিন কাটতে না কাটতেই শনিবার হ্যাক হয়ে গেল এনডিআরএফ-এর টুইটার হ্যান্ডেল @NDRFHQ ৷ বর্তমানে সেই হ্যান্ডেল থেকে এনডিআরএফ-এর আগের কোনও পোস্ট দেখা যাচ্ছে না ৷ তবে দেখা যাচ্ছে, অফিসিয়াল ডিসপ্লেতে থাকা ছবি ৷ অন্যান্য হ্যান্ডেলের মতো এটি সক্রিয় অবস্থাতেও নেই ৷ অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল ৷ শিগগিরই পুনরায় এই হ্যান্ডেলটি সক্রিয় হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি ৷