বালাসোর, 2 জুন: শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা ৷ জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে ৷ আহত সাড়ে 300 এর বেশি ৷ রেলের মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন, এদিন বালাসোর জেলার বাহাঙ্গা স্টেশনের কাছে শালিমার থেকে চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসের 10-12টি কামরা লাইনচ্যুত হয় এবং অন্য লাইনে উপর গিয়ে পড়ে ৷ সেই সময় যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল 12864 ডাউন হামসাফার এক্সপ্রেস ৷ সেটিও এসে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলিতে ৷ ফলে ওই সুপারফাস্ট এক্সপ্রেসটিরও 3-4টি কামরা লাইনচ্যুত হয় ৷ ট্রেনের কামরাগুলিতে 500 জন কমপক্ষে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷
ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানা জানিয়েছেন, আহতদের মধ্যে 47 জনকে উদ্ধার করে বালাসোর মেডিক্যাল কলেজ ও 132 জনকে গোপালপুর, সোরো, কণ্ঠপদ এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে ৷ বাকিদেরও বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে ৷
ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, 50 টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৷ উদ্ধারকাজে গতি আনতে পাঠানো হয়েছে একাধিক বাস ৷ উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ এর 3টি ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 4টি দলকে ৷ ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, ওড়িশার স্পেশাল রিলিফ অর্গানাইজেশনের সিনিয়র অফিসার হেমন্ত শর্মা ও দমকলের ডিজি বলবন্ত সিংকে উদ্ধার কাজ তদারকির দায়িত্ব দিয়েছেন ৷
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস, ফিরে দেখা অতীতের ভয়াবহ স্মৃতি
এই দুর্ঘটনার প্রেক্ষিতে একাধিক হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৷ সেগুলি হল-
হাওড়ার হেল্পলাইন নম্বর:033-26382217