নিউদিল্লি, 2 ডিসেম্বর: 14 লক্ষ স্কুলছুট মেয়েকে তিনি পুনরায় ফিরিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে ৷ শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে ওয়াইস পুরস্কারে সম্মানিত হলেন সমাজসেবী সফিনা হুসেন ৷ শিক্ষাক্ষেত্রে অত্যন্ত সম্মানের এই পুরস্কার দেওয়া হয়েছে 11তম ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন সামিটে ৷ দোহায় এই অনুষ্ঠানের আয়োজক ছিল কাতার ফাউন্ডেশন ৷ এডুকেট গার্লস সংস্থার কর্ণধার সফিনার হাতে তুলে দেওয়া হয়েছে 5 লাখ ইউএসডি ডলার, যার ভারতীয় মূল্য দাঁড়ায় 4 কোটি 16 লাখ 9 হাজার 425 টাকা ৷
সফিনা পিটিআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলে, "16 বছর আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেটি বাঁচাও-বেটি পড়াও শুনেছিলাম তখন ঠিক করেছিলাম, মেয়েদের শিক্ষিত করে তুলব ৷ মেয়েদের ফের স্কুলে ফিরিয়ে আনতে একটা এনজিও প্রতিষ্ঠা করি ৷ 21 শতকেও ভারতের এমন অনেক গ্রাম রয়েছে যেখানে একটা ছাগলকে সম্পত্তি হিসাবে মনে করা হলেও কন্যা সন্তানকে দায় মনে করা হয় ৷"
তিনি আরও বলেন, "গরিবী থেকে পুরুষশাসিত সমাজ- একাধিক কারণ রয়েছে যেখানে মেয়েদের শিক্ষা সম্পন্ন না করিয়ে জোর করে স্কুল ছাড়িয়ে দেওয়া হয় ৷ আমি এই বিষয়টা বুঝি ৷ কারণ বাড়িতে নানা রকম সমস্যার জন্য আমাকেও জোর করে পড়াশোনা তিন বছরের জন্য বন্ধ রাখতে হয়েছিল ৷ স্কুল ছেড়ে আমাকে ঘরে থাকতে বাধ্য করা হয়েছিল ৷"
সফিনার ভাগ্য সঙ্গ দেয় যখন তিন বছর পর তাঁর এক কাকিমা নিজ দায়িত্বে তাঁকে আবার পড়াশোনার জগতে ফিরিয়ে আনেন ৷ সে সফিনাকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনার জন্য পাঠান ৷ সফিনা জানান, এরপরেই তিনিও সিদ্ধান্ত নেন একই ভূমিকা গ্রহণ করবেন স্কুলছুট মেয়েদের পড়াশোনার জন্য ৷