নয়াদিল্লি, 6 অগস্ট: আজ উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৷ এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনকড় এবং বিরোধী দলগুলির প্রার্থী মার্গারেট আলভার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ৷ উল্লেখ্য, এনডিএ প্রার্থী পশ্চিমবঙ্গের সদ্য-প্রাক্তন রাজ্যপাল ৷ আর 80 বছর বয়সি মার্গারেট আলভা দক্ষিণের বর্ষীয়ান কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (NDA Vice President Candidate Jagdeep Dhankhar to contest Opposition Margaret Alva today in Parliament House) ৷
আজ সকাল 10টায় সংসদে ভোটপ্রদান পর্ব শুরু হবে ৷ চলবে বিকেল 5টা পর্যন্ত৷ আজকেই ভোট গোনা প্রক্রিয়াও শেষ হবে ৷ 10 অগস্ট বর্তমান উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ৷ এরপর দিন 11 অগস্ট, বৃহস্পতিবার উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ নেবেন নবনির্বাচিত উপ-রাষ্ট্রপতি ৷
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটির অঙ্ক
সংসদের উভয়কক্ষ রাজ্যসভা ও লোকসভার সাংসদেরা উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটিতে অংশ নেবেন ৷ মনোনীত সাংসদেরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে না পারলেও উপ-রাষ্ট্রপতির ক্ষেত্রে তাঁদের মত জানাতে পারেন ৷ গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি সম্পন্ন হয়৷
2022-এ জগদীপ ধনকড় ও মার্গারেট আলভাকে কারা ভোট দেবেন ?
রাজ্যসভা:
নির্বাচিত সাংসদ = 233