নয়াদিল্লি, 22 জুন: এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার (NDA presidential nominee Droupadi Murmu)৷ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই তাঁকে সিআরপিএফ কম্যান্ডোর নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ বুধবার ভোরবেলা থেকে 64 বছরের মুর্মুর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Droupadi Murmu latest news)৷
কেন্দ্রীয় সরকারের দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা হল জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ৷ মঙ্গলবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দ্রৌপদী মুর্মুর নাম ৷ তার আগেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধীরা তাদের সর্বসম্মত প্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছিল (Z plus security to Droupadi Murmu)৷
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করতেই সিআরপিএফ-এর ভিআইপি প্রোটেকশন টিমকে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আধিকারিকরা জানিয়েছেন, মুর্মুর নিরাপত্তায় ঝুঁকির খবর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে ৷ সে জন্যই তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷