পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NDA Presidential Candidate : রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করল এনডিএ, শুভেচ্ছা মোদির - NDA Presidential Candidate

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট (NDA announces Draupadi Murmu name as Presidential candidate) ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার রাতে তাঁর নাম ঘোষণা করেন ৷

NDA Presidential Candidate
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা এনডিএর

By

Published : Jun 21, 2022, 9:39 PM IST

Updated : Jun 21, 2022, 10:58 PM IST

নয়াদিল্লি, 21 জুন: রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর (64) নাম ঘোষণা করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট (NDA announces Draupadi Murmu name as Presidential candidate) ৷ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার রাতে তাঁর নাম ঘোষণা করেন ৷ দেশের ইতিহাসে এই প্রথম কোনও আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন ৷

রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচিত হওয়ায় এদিন দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, তিনি দেশের অন্যতম সেরা রাষ্ট্রপতি হবেন ৷

1958 সালের 20 জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বৈদাপসি গ্রামে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু ৷ তাঁর বাবার নাম বিরাঞ্চি নারায়ণ টুডু ৷ 1997 সালে রাইরঙ্গপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন ৷ ঝাড়খণ্ডের অষ্টম রাজ্যপাল হিসেবে 2015 সালের মে মাস থেকে 2021 সালের জুলাই পর্যন্ত দায়িত্ব সামলেছেন তিনি ৷ ওড়িশায় যখন বিজেপি ও বিজু জনতা দলের জোট সরকার ছিল তখন তিনি সেখানকার মন্ত্রীও ছিলেন ৷ 2000 সাল থেকে 2004 সাল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি ৷

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা

এদিনই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে বিরোধী জোট ৷ আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন ৷ 21 জুলাই ভোট গণনা ৷ দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 24 জুলাই ৷

Last Updated : Jun 21, 2022, 10:58 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details