ভিলওয়াড়া (রাজস্থান), 28 অক্টোবর:রাজস্থানের (Rajasthan) ভিলওয়াড়া (Bhilwara) কাণ্ডে আরও চাপে রাজ্য সরকার ৷ শুক্রবার ঘটনাস্থলে এলেন জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) বা এনসিডাব্লিউ (NCW)-এর প্রতিনিধিরা ৷
এদিনই এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে তিনি জানান, "আগামী 1 নভেম্বর আমি রাজস্থানের মুখ্যসচিবের সঙ্গে দেখা করব ৷ ওই একই দিনে ভিলওয়াড়ার পুলিশ সুপারের সঙ্গে বৈঠক রয়েছে আমার ৷ গত কয়েক বছর ধরে এই রাজ্যে বারবার একই ঘটনা ঘটছে ৷ কিন্তু, প্রশাসন নির্বিকার ৷ তাদের তরফে কোনও পদক্ষেপই করা হচ্ছে না ৷"
আরও পড়ুন:মেয়েদের 'নিলাম',মা-কে 'ধর্ষণ', রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের
প্রসঙ্গত, ভিলওয়াড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে ৷ অভিযোগ, স্থানীয় একটি পরিবার ঋণ শোধ করতে না পারায় জাতি পঞ্চায়েত বসিয়ে সেই পরিবারের 'বিচার' করা হয় ! বিচারে পরিবারের মেয়েদের নিলামে (Rajasthan Girls Auction) তোলার নিদান দেন গ্রামের নেতারা ! কিন্তু, পরিবারটি এই নিদান মানতে রাজি হয়নি ৷ পরিবারের সদস্যরা এমন আচরণের তীব্র প্রতিবাদ করেন ৷ যার জেরে ওই মেয়েদের মাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ !
সংবাদমাধ্যমে ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে যায় ৷ ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission of India) ৷ আর এবার একই ঘটনায় প্রতিনিধি পাঠিয়ে তদন্তের কাজ শুরু করল জাতীয় মহিলা কমিশন ৷
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে রাজস্থানে বাল্যবিবাহের পক্ষে রায় দেয় সরকার পক্ষ ৷ তা নিয়ে সেই সময় বিস্তর জলঘোলা হয়েছিল ৷ যদিও সরকারের যুক্তি ছিল, বেআইনি বাল্যবিবাহ ঠেকাতেই তারা নাকি এমন পদক্ষেপ করেছে ! আর এবার ভিলওয়াড়ায় রীতিমতো স্ট্যাম্প পেপারে 'লেখাপড়া করে' বাড়ির মেয়েদের নিলামের বন্দোবস্ত করা হয় ! প্রশ্ন উঠছে, কোন আইনে 'বৈধ' বলে বিবেচিত হবে ওই স্ট্যাম্প পেপার ? স্বাভাবিকভাবেই এমন ঘটনায় চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর ৷