পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিশুদের উপর নির্যাতনের ঘটনায় পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গ, তথ্য এনসিআরবি-র রিপোর্টে - এনসিআরবি

NCRB Data: সম্প্রতি দেশে অপরাধের ঘটনা নিয়ে পরিসংখ্যান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি ৷ সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে শিশুদের উপর নির্যাতনের 8 হাজার 950টি মামলা 2022 সালে নথিভুক্ত হয়েছে ৷ তালিকায় পশ্চিমবঙ্গের স্থান পাঁচ নম্বরে ৷

child abuse
child abuse

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 5:59 PM IST

বেঙ্গালুরু, 6 ডিসেম্বর: 8 হাজার 950, শিশুদের উপর নির্যাতনের এতগুলি ঘটনা 2022 সালে পশ্চিমবঙ্গে ঘটেছে ৷ সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানেই এই বিষয়টি উঠে এসেছে ৷ রাজ্যওয়াড়ি তালিকায় পশ্চিমবঙ্গের স্থান পাঁচ নম্বরে ৷ এই তালিকার শীর্ষে মহারাষ্ট্র৷ 2022 সালে ওই রাজ্যে শিশুদের উপর নির্যাতন সংক্রান্ত 20 হাজার 762টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে ৷ তালিকায় দুই, তিন ও চার নম্বরে যথাক্রমে রয়েছে মধ্যপ্রদেশ (20 হাজার 415), উত্তরপ্রদেশ (18 হাজার 682) ও পঞ্জাব (9370) ৷

বয়স্কদের উপর অত্যাচারের ঘটনার ক্ষেত্রে প্রথম পাঁচটি রাজ্য হল - মধ্যপ্রদেশ (6187), মহারাষ্ট্র (5059), তামিলনাড়ু (2376), তেলেঙ্গানা (2181) ও অন্ধ্রপ্রদেশ (1818) ৷ দক্ষিণ ভারতের শহরগুলির মধ্যে বেঙ্গালুরুতে 2022 সালে শিশু ও বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে ৷

এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুতে 1578 টি শিশু নির্যাতনের ঘটনা এবং 458টি প্রবীণ নাগরিকদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে । হায়দরাবাদে 645টি এবং চেন্নাইতে 514টি এই ধরনের মামলা দায়ের করা হয়েছে । প্রবীণ নাগরিকদের বিরুদ্ধে হিংসার মামলাগুলির মধ্যে চেন্নাইয়ে 391টি এবং হায়দরাবাদে 331টি মামলা নথিভুক্ত করা হয়েছে ।

একইভাবে, দিল্লিতে শিশু নির্যাতনের 7400টি এবং প্রবীণ নাগরিকদের বিরুদ্ধে নির্যাতনের 1313টি মামলা দায়ের হয়েছে ৷ এই ক্ষেত্রে দিল্লিই তালিকার শীর্ষে রয়েছে । এনসিআরবি-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শিশুদের নির্যাতন সংক্রান্ত 3178টি ও প্রবীণদের নির্যাতন সংক্রান্ত 572টি মামলা মুম্বইতে 2022 সালে নথিভুক্ত করা হয়েছে ।

এনসিআরবি-র তথ্য বলছে যে গত তিন বছরে দেশের 19টি বড় শহরে শিশুদের উপর নির্যাতনের ঘটনা বেড়েছে ৷ সারা দেশের নিরিখে এই পরিসংখ্যান হল - 15 হাজার 43 (2020 সাল), 19 হাজার 55 (2021 সাল) ও 20 হাজার 550 (2023) ৷

2022 সালে কর্ণাটকে 1404টি খুনের মামলা রুজু হয়েছে ৷ এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিগত শত্রুতার কারণে খুন হয়েছে ৷ সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে ৷ এনসিআরবি-র দেওয়া তথ্য অনুযায়ী, কর্ণাটকের খুনের ঘটনা 2021 সালের তুলনায় বেড়েছে 2022 সালে ৷ 2021 সালে এই পরিসংখ্যান ছিল 1357 ৷

তবে সারা দেশের নিরিখে কর্ণাটকের স্থান আট নম্বরে ৷ এনসিআরবি-র দেওয়া তথ্য অনুযায়ী, দেশের 28টি রাজ্যের মধ্যে খুনের মামলা সবচেয়ে বেশি দায়ের হয়েছে উত্তর প্রদেশে ৷ 3491টি মামলা যোগী-রাজ্যে দায়ের হয়েছে ৷ এর পর দুই ও তিন নম্বরে যথাক্রমে রয়েছে বিহার (2930) ও মহারাষ্ট্র (2295) ৷

এনসিআরবি-র দেওয়া আরও তথ্য অনুযায়ী, কর্ণাটকে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে 2.1 জন খুন হয়েছেন ৷ আর খুনের ঘটনার 90.2 শতাংশ ক্ষেত্রে পুলিশ চার্জশিট পেশ করতে পেরেছে ৷ যাঁরা খুন হয়েছেন, তাঁদের মধ্যে পুরুষেরদের সংখ্যা সবচেয়ে বেশি ৷ 2022 সালে কর্ণাটকে 1007 জন পুরুষ খুন হয়েছেন৷ 472 জন মহিলা খুন হয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'এনসিআরবি রিপোর্টে কলকাতা নিরাপদতম শহর, বিজেপি এবার চুপ করবে !' তোপ মহুয়ার; কুর্নিশ মমতাকে
  2. পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ, দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের
  3. সম্মান রক্ষার্থে হত্যা ! পঞ্জাবে ভাইয়ের হাতে খুন বোন ও ভগ্নিপতি

ABOUT THE AUTHOR

...view details