নয়াদিল্লি, 29 মে : করোনায় যে শিশুরা অনাথ হয়েছে, অথবা বাবা-মায়ের মধ্যে একজনকে হারিয়েছে, তাদের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হল ৷ রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে এনসিপিসিআর (জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন) ৷ সংশ্লিষ্ট পোর্টালে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবদের লিখিত নির্দেশ পাঠিয়েছে এনসিপিসিআর ৷
দুঃস্থ ও অনাথ শিশুদের যাতে সবরকমভাবে সহযোগিতা করা যায়, তার জন্যই সংশ্লিষ্ট পোর্টালটি তৈরি করা হয়েছে ৷ কোভিড আবহে সেটিকেই অনাথ ও অভিভাবক হারানো শিশুদের খোঁজ খবর রাখার জন্য ব্যবহার করা হচ্ছে ৷
কমিশনের তরফে বলা হয়েছে, যে শিশুরা তাদের বাবা-মা দু’জনকেই অথবা তাদের মধ্যে একজনকে হারিয়েছে, কিংবা যাদের কোনও পরিবার নেই তাদের দেখাশোনা ও যত্ন দরকার ৷ 2015 সালের জুভেনাইল জাস্টিস (শিশুর যত্ন ও সুরক্ষা) আইনের 2 (14) নম্বর ধারা অনুসারে এটা তাদের প্রাপ্য ৷ এই সমস্ত শিশুদের অধিকার যাতে সর্বতোভাবে রক্ষা করা হয়, সেটা নিশ্চিত করা দরকার ৷