পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিডে অনাথ শিশুদের তথ্যভান্ডার তৈরি নির্দেশ এনসিপিসিআর-এর - অনাথ শিশুদের তথ্যভাণ্ডার তৈরি নির্দেশ

করোনায় অনাথ শিশুদের তথ্যভান্ডার তৈরির নির্দেশ জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের ৷ এই বিষয়ে তথ্য সংগ্রহ করে তা সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবকে নির্দেশ দিল তারা ৷

NCPCR instructs to create a database of orphans children during pandemic
কোভিডে অনাথ শিশুদের তথ্যভাণ্ডার তৈরি নির্দেশ এনসিপিসিআর-এর

By

Published : May 29, 2021, 5:23 PM IST

নয়াদিল্লি, 29 মে : করোনায় যে শিশুরা অনাথ হয়েছে, অথবা বাবা-মায়ের মধ্যে একজনকে হারিয়েছে, তাদের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হল ৷ রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে এনসিপিসিআর (জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন) ৷ সংশ্লিষ্ট পোর্টালে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবদের লিখিত নির্দেশ পাঠিয়েছে এনসিপিসিআর ৷

দুঃস্থ ও অনাথ শিশুদের যাতে সবরকমভাবে সহযোগিতা করা যায়, তার জন্যই সংশ্লিষ্ট পোর্টালটি তৈরি করা হয়েছে ৷ কোভিড আবহে সেটিকেই অনাথ ও অভিভাবক হারানো শিশুদের খোঁজ খবর রাখার জন্য ব্যবহার করা হচ্ছে ৷

কমিশনের তরফে বলা হয়েছে, যে শিশুরা তাদের বাবা-মা দু’জনকেই অথবা তাদের মধ্যে একজনকে হারিয়েছে, কিংবা যাদের কোনও পরিবার নেই তাদের দেখাশোনা ও যত্ন দরকার ৷ 2015 সালের জুভেনাইল জাস্টিস (শিশুর যত্ন ও সুরক্ষা) আইনের 2 (14) নম্বর ধারা অনুসারে এটা তাদের প্রাপ্য ৷ এই সমস্ত শিশুদের অধিকার যাতে সর্বতোভাবে রক্ষা করা হয়, সেটা নিশ্চিত করা দরকার ৷

কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, 2015 সালের জুভেনাইল জাস্টিস আইনের 31 নম্বর ধারা অনুসারে অসহায় এই শিশুদের সংশ্লিষ্ট শিশু কল্য়াণ কমিটির (সিডাব্লিউসি) সামনেও পেশ করতে হবে ৷ এইসব শিশুদের দেখভাল আগামী দিনে কীভাবে করতে হবে, এর জন্য কী কী তথ্য়-প্রমাণ ও নথি দাখিল করতে হবে, তারও একটা তালিকা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে ৷

আরও পড়ুন :দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নগামী, বাড়ছে সুস্থতার হার

প্রসঙ্গত, চলতি সপ্তাহের প্রথম দিকেই কেন্দ্রীয় সূত্র মারফত দাবি করা হয়েছিল, কোভিডকালে গোটা দেশে অন্তত 577টি শিশু অনাথ হয়েছে ৷ করোনা কেড়েছে তাদের বাবা-মায়ের প্রাণ ৷

ABOUT THE AUTHOR

...view details