নয়াদিল্লি, 14 অগস্ট : আইন বিরুদ্ধে ভাবে ধর্ষিতা নাবালিকার পরিবারের ছবি প্রকাশ্যে আনার অভিযোগ উঠেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে ৷ এই সংক্রান্ত ছবি-ভিডিয়ো পোস্ট করায় রাহুল গান্ধির অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার (Twitter) ৷ শনিবার তা ফের চালু হয় ৷
কিন্তু রাহুলের সোশ্যাল-সংকট এখনই শেষ হওয়ার নয় ৷ এবার তাঁর বিরুদ্ধে ফেসবুকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে (Instagram) একই ভিডিয়ো পোস্ট করার অভিযোগ উঠেছে ৷ তাই তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে ফেসবুক (Facebook) কর্তৃপক্ষ, এবার তা জানতে চায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights) ৷
আরও পড়ুন :Rahul Gandhi : খুলে দেওয়া হল রাহুল গান্ধির টুইটার অ্যাকাউন্ট
শনিবার তারা এই নিয়ে চিঠি দিয়েছে ফেসবুককে ৷ আগামী মঙ্গলবার এই নিয়ে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ তবে ফেসবুক কর্তৃপক্ষ এই শুনানিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকতে পারবে ৷ আইনত যে শিশু সুরক্ষা কমিশন (NCPCR) এই শুনানি ডাকতে পারে, তাও ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, এর আগে এই নিয়ে শিশু সুরক্ষা কমিশন ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ৷ রাহুল গান্ধির অ্যাকাউন্টে ওই ভিডিয়ো পোস্ট হওয়ায় শিশু সুরক্ষা আইন ভাঙা হয়েছে বলে জানানো হয় ৷ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ৷ তার পরই পরবর্তী পদক্ষেপ করল শিশু সুরক্ষা কমিশন ৷