কলকাতা, 30 মার্চ: তিলজলায় নাবালিকার হত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ৷ এই অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে ৷ অভিযোগ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের দাবি, তিলজলায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের না যেতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনের তরফে ৷ পশ্চিমবঙ্গ থেকে পাঠানো সেই চিঠি তুলে ধরে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো প্রশ্ন তুলেছেন, ‘‘কী লুকোতে চাইছে বাংলার সরকার ?’’
প্রসঙ্গত, গত রবিবার তিলজলায় এক নাবালিকাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে ৷ প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করা হয় ৷ এই নিয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ রবিবার রাতেই ক্ষুব্ধ জনতার ক্ষোভ আছড়ে পড়ে তিলজলা থানায় ৷ পরের দিনও ছিল সেই ক্ষোভের রেশ ৷ সোমবার ট্রেন অবরোধ, ভাঙচুর-সহ বিভিন্ন ধরনের অশান্তির ঘটনা ঘটে তিলজলা এলাকায় ৷ পুলিশ অশান্তি ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে ৷
পরে এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন ৷ তাদের প্রতিনিধি দলও আসতে পারে বলে জানা গিয়েছিল ৷ এরই মধ্য়ে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বিস্ফোরক অভিযোগ করলেন ৷ তাঁর দাবি, বাংলার শিশু সুরক্ষা কমিশন তাঁদের চিঠি লিখে জানিয়েছেন যে তিলজলার নাবালিকা হত্যার ঘটনায় সেখানে প্রতিনিধি দল পাঠানোর প্রয়োজন নেই ৷ এই নিয়ে একটি চিঠিও তিনি প্রকাশ্যে এনেছেন ৷ সংবাদসংস্থার তরফে ওই চিঠি দিয়ে প্রিয়াঙ্কের বক্তব্য প্রকাশ করেছেন ৷