মুম্বই, 2 নভেম্বর: মোরবির দুর্ঘটনায় জখমদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার তাঁর যাওয়ার আগে সারারাত মোরবি সিভিল হাসপাতালে মেরামতি, রঙ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলেছে৷ এমন ছবি প্রকাশ্যে এসেছে ৷ এ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি (Lets replicate Morbi hospital overnight makeover plan nationwide NCP tells Centre) ৷
শরদ পাওয়ারের এনসিপি কেন্দ্রকে পরামর্শ দিয়েছে, 'গুজরাত হাসপাতাল মডেল' যেন ভারতের সব সরকারি হাসপাতালগুলিতে এই কার্যকর করা হয় ৷ 30 অক্টোবর গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে গিয়ে (Morbi Bridge Collapse) 135 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন ৷ বহু মানুষ এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনার সময় প্রধানমন্ত্রী গুজরাতেই ছিলেন ৷ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করতে যান তিনি ৷
তাঁর এই আচমকা হাসপাতাল সফর ঘিরে তড়িঘড়ি তুলকালাম কাণ্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হাসপাতালের সর্বত্র পরিষ্কার করা, রং করা, পাশাপাশি ভাঙাচোরা জায়গা মেরামত করে একেবারে ঝকঝকে করে তোলার উদ্যোগ নেয় মোরবি সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এমনকী কাজ না করা জলের কলগুলি বদলে নতুন ওয়াটার কুলার বসানো হয় রাতারাতি । এমনটাই দাবি এনসিপি মুখপাত্র ক্লাইড ক্রাস্তোর (NCP Spokesman Clyde Castro) ৷ তিনি আরও জানান, এতটাই মন দিয়ে কাজ করা হয়েছে যে হাসপাতালটি একেবারে নতুনের মতো লাগছে ৷