মুম্বই, 21 জানুয়ারি:নাথুরাম গডসের (Dr. Amol Kolhe as Nathuram Godse) চরিত্রে অভিনয় করে বিতর্কে জড়ালেন ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ ড. আমোল কোলহে (Nationalist Congress Party MP Dr Amol Kolhe) ৷ 'হোয়াই আই কিল্ড গান্ধি' ছবিতে (Why I Killed Gandhi) তাঁর দলের বিপরীত আদর্শের একটি চরিত্রে অভিনয় করায় তাঁর বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড় ৷ তবে এক্ষেত্রে তাঁকে অভিনেতা হিসেবেই বিচার করার জন্য অনুরোধ জানিয়েছেন কোলহে ৷
বিতর্ক সামাল (NCP MP in soup after his role as Godse in 'Why I Killed Gandhi') দিতে তিনি বলেছেন, "ছবির প্লট অনুযায়ী একজন অভিনেতাকে অভিনয় করতে হয় ৷ তাঁকে ছবির পরিচালক ও প্রযোজকের নির্দেশ মেনে অভিনয় করতে হয় ৷ অনেক সময় তিনি তাঁর ইচ্ছের বিরুদ্ধেও কাজ করেন, কারণ স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ীই তাঁকে অভিনয়টা করতে হয় ৷ আমার চরিত্রের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ আমার দল এই ছবির বিপক্ষে দাঁড়ালে বা বিরোধিতা করলেও আমি এর বিরোধিতা করব না ৷"
আরও পড়ুন:গডসে থেকে কাসভ, স্বাধীনতার পর দেশে মৃত্যুদণ্ডের পরিসংখ্যান