পানাজি, 13 ডিসেম্বর :আর মাসদু‘য়েক পরে গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ তার আগে ওই রাজ্যে আরও একটি রাজনৈতিক পট পরিবর্তন হল ৷ শরদ পাওয়ারের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি ছেড়ে দিলেন চার্চিল আলেমাও ৷ এবার তিনি যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে (ncp mla charchil alemao joins trinamool Congress today in goa) ৷
যদিও এই প্রথম নয় ৷ এর আগেও একবার তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি ৷ তখন মুকুল রায়ের হাত ধরে তিনি তৃণমূলে এসেছিলেন ৷ গোয়ার ভোটের লড়াই করেছিলেন তৃণমূলের হয়ে । পরে যোগ দেন শরদ পাওয়ার এর দল এনসিপিতে ।
গোয়ায় ঘর গোছানোর কাজ অনেক আগেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন । তারপর পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন থেকে তিনি সাংসদ হয়েছেন । এছাড়া প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলিও তৃণমূলে যোগ দিয়েছেন মমতার প্রথম গোয়া সফর চলাকালীন ।
এই পরিস্থিতিতে আলেমাও যোগ দেওয়ার ফলে তৃণমূল শিবিরের শক্তি বাড়বে বলে মনে করেছ ঘাসফুল শিবির । কারণ, গোয়ার রাজনীতিতে চার্চিলের প্রভাব যথেষ্ট । সেই প্রভাবও বিধানসভা ভোটে কাজে লাগবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।