পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NCP President Sharad Pawar: পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকবেন শরদ ? তুঙ্গে তরজা - পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকবেন শরদ

কাল যেন দেশ তথা মহারাষ্ট্রের রাজনীতিতে বোমা ফেললেন শরদ পাওয়ার ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান পদে থাকবেন না তিনি ৷ এ কথা জানানোর পর থেকে হইচই পড়ে গিয়েছে রাজ্য এবং দেশে ৷

NCP President Sharad Pawar
শরদ পাওয়ার

By

Published : May 3, 2023, 12:32 PM IST

মুম্বই, 3 মে: রাজনীতি থেকে অবসর গ্রহণের ইঙ্গিত দিয়েছেন শরদ পাওয়ার ৷ মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের চারবারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে চান ৷ এই ঘোষণায় তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি ৷ 1999 সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি গঠন করেছিলেন তরুণ পাওয়ার ৷ কংগ্রেসের সঙ্গ ত্যাগ করার পর এনসিপিতে যোগ দেন শরদ ।

গতকালই ভাইপো অজিত পাওয়ার তাঁকে এই সিদ্ধান্ত বাতিলের জন্য অনুরোধ করেছেন ৷ তাছাড়া এনসিপির একাধিক নেতাও চান নিজের পদেই বহাল থাকুন শরদ পাওয়ার । নেতা নিজে অবশ্য সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ঘোষণা করেননি । শুধু বলেছেন, ভেবে দেখবেন। দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন । এরপর আজ সকালে তাঁর বাড়িতে পৌঁছছেন মেয়ে সুপ্রিয়া সুলে এবং ভাইপো অজিত ৷ কাল একটি বইপ্রকাশ অনুষ্ঠানে নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন শরদ পাওয়ার ৷

সবমিলিয়ে 24 বছর পর শরদ দলীয় প্রধানের পদ থেকে সরে যেতে চাইছেন । এই ঘোষণা মহারাষ্ট্রের রাজনীতিতে কোনও বিস্ফোরণের চেয়ে কম নয় ৷ দলীয় নেতা-কর্মীরা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন ৷ অনেকেই শরদ পাওয়ারকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার আবেদন জানিয়েছেন ৷ এনসিপি নেতা অজিত পাওয়া মঙ্গলবার বিকেলে জানান, তাঁর কাকা 2-3 দিন সময় নিয়েছেন ৷ তিনি তাঁর সিদ্ধান্ত ভালোভাবে খতিয়ে দেখবেন ৷

এনসিপি সূত্রে জানা গিয়েছে, বুধবার শরদ পাওয়ার বেশ কয়েকজনের সঙ্গে দেখা করছেন ৷ তার মধ্যে দলীয় কর্মীরাও আছেন ৷ নেতা-কর্মীরা যাতে শরদের সঙ্গে কথা বলতে পারেন তার জন্য মুম্বইয়ের যশবন্তরাও চহ্বান প্রতিষ্ঠানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়ো দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে এনসিপি সূত্রে খবর ।

উল্লেখ্য, প্রায় দু'সপ্তাহ আগে শরদের মেয়ে এনসিপির লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছিলেন, আগামী 15 দিনের মধ্যে রাজনীতিতে দুটো 'বিস্ফোরণ' হবে ৷ একটি দিল্লিতে এবং আরেকটি মহারাষ্ট্রে ৷ মহারাষ্ট্রের কথা কালই জানা গিয়েছে ৷ দিল্লির রাজনীতিতে আদৌ কিছু হয় কি না সেটাই দেখার ৷ তবে শরদ পাওয়ারের এনসিপি প্রধান পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে দলীয় কর্মী-নেতাদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে ৷ এখন তাঁর সিলভার রেসিডেন্স যেন আগ্রহের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ৷ তবে দলীয় নেতা-কর্মীরা পাওয়ারের সিদ্ধান্ত নিয়ে যে দোলাচল তৈরি হয়েছে, তা দূর করার চেষ্টা করছেন দলের শীর্ষ নেতৃত্ব ৷

আরও পড়ুন: 'ইতিহাসের পুনরাবৃত্তি', পাওয়ারের পদত্যাগের সঙ্গে বাল ঠাকরের তুলনা টানলেন রাউত

ABOUT THE AUTHOR

...view details