মুম্বই, 3 মে: রাজনীতি থেকে অবসর গ্রহণের ইঙ্গিত দিয়েছেন শরদ পাওয়ার ৷ মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের চারবারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধানের পদ থেকে ইস্তফা দিতে চান ৷ এই ঘোষণায় তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি ৷ 1999 সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি গঠন করেছিলেন তরুণ পাওয়ার ৷ কংগ্রেসের সঙ্গ ত্যাগ করার পর এনসিপিতে যোগ দেন শরদ ।
গতকালই ভাইপো অজিত পাওয়ার তাঁকে এই সিদ্ধান্ত বাতিলের জন্য অনুরোধ করেছেন ৷ তাছাড়া এনসিপির একাধিক নেতাও চান নিজের পদেই বহাল থাকুন শরদ পাওয়ার । নেতা নিজে অবশ্য সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ঘোষণা করেননি । শুধু বলেছেন, ভেবে দেখবেন। দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন । এরপর আজ সকালে তাঁর বাড়িতে পৌঁছছেন মেয়ে সুপ্রিয়া সুলে এবং ভাইপো অজিত ৷ কাল একটি বইপ্রকাশ অনুষ্ঠানে নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন শরদ পাওয়ার ৷
সবমিলিয়ে 24 বছর পর শরদ দলীয় প্রধানের পদ থেকে সরে যেতে চাইছেন । এই ঘোষণা মহারাষ্ট্রের রাজনীতিতে কোনও বিস্ফোরণের চেয়ে কম নয় ৷ দলীয় নেতা-কর্মীরা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন ৷ অনেকেই শরদ পাওয়ারকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার আবেদন জানিয়েছেন ৷ এনসিপি নেতা অজিত পাওয়া মঙ্গলবার বিকেলে জানান, তাঁর কাকা 2-3 দিন সময় নিয়েছেন ৷ তিনি তাঁর সিদ্ধান্ত ভালোভাবে খতিয়ে দেখবেন ৷