নয়াদিল্লি, 19 জুলাই: এনসিপি এনডিএ জোটের অংশ ৷ মঙ্গলবার এমন দাবি করলেন দলের নেতা প্রফুল প্যাটেল ৷ বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠকের পাশাপাশি এদিন বিকেলে রাজধানীতে বিজেপির নেতৃত্বে এনডিএ-র বৈঠক হয় ৷ বেঙ্গালুরুতে 26টি বিজেপি বিরোধী দলের দ্বিতীয় দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ অন্যদিকে, তাঁরই হাতে তৈরি দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রফুল প্যাটেল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ৷ উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। প্রফুল এর আগে পটনায় বিরোধী শিবিরের বৈঠকে উপস্থিত ছিলেন ৷ এরপর জুলাইয়ের শুরুতে মহারাষ্ট্রের রাজনীতিতে পালা বদল হয় ৷ আর তারপর শাসক জোটের বৈঠকে তাঁকে দেখা গেল ।
এদিন প্রফুল প্যাটেল সাংবাদিকদের বলেন, "আমি এবং অজিত পাওয়ার আজ এনডিএ বৈঠকে উপস্থিত ছিলাম ৷ এনসিপি এনডিএ-র একটি অবিচ্ছেদ্য অংশ ৷ ভবিষ্যতে এনসিপি এনডিএ-র সঙ্গেই কাজ করবে ৷" তিনি আরও জানান, এনডিএ জোটের 25 বছর পূর্তি উপলক্ষ্যে 38টি রাজনৈতিক দল এই অনুষ্ঠানে যোগ দিয়েছে ৷ বৈঠকে এনসিপির পক্ষে অজিত পাওয়ার বক্তব্য পেশ করেছেন ৷
আরও পড়ুন: এবার এনসিপি-তে মহা-সংকট, একতরফা রাজ্য সভাপতির নাম ঘোষণা প্রফুলের
উল্লেখ্য, 2 জুলাই এনসিপি বিধায়ক অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মন্ত্রিসভায় অর্থ দফতর-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বভাব পেয়েছেন বিদ্রোহী অজিত পাওয়ারের অনুগামী এনসিপি বিধায়কেরা ৷ এতে ভাঙন ধরেছে দলে ৷ সবমিলিয়ে এখন দুটি ভাগে বিভক্ত। একদিকে শরদ পাওয়ারের নেতৃত্বে এনসিপি শিবির, অন্যদিকে অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি শিবির ৷ এমনকী অজিত পাওয়ার তাঁর কাকা শরদ পাওয়ারকে রাজনীতি ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন ৷
আরও পড়ুন: সকলের অধিকার রক্ষায় জাতিশুমারির দাবিতে যৌথ সংকল্প বিরোধী বৈঠকে
এই ঘটনার পর বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার বিদ্রোহী অজিত পাওয়ার-সহ অন্য বিধায়কদের বরখাস্ত করতে চেয়ে অধ্যক্ষের কাছে চিঠিও পাঠিয়েছেন ৷ এদিকে এই বিবাদ নিয়ে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বারবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন ৷ রবিবারও তিনি ও প্রফুল প্যাটেল এনসিপি প্রধানের সঙ্গে দেখা করে দলকে ঐক্যবদ্ধ করার অনুরোধ জানান ৷ তাঁদের সঙ্গে ছিলেন সুনীল টাটকারে ৷ এদিন প্রফুল প্য়াটেল সাংবাদিকদের বলেন, "অজিত পাওয়ার, সুনীল টাটকারে এবং আমি ওয়াইবি চৌহান সেন্টারে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছি ৷ আমরা তাঁকে অনুরোধ করেছি, এনসিপিকে ঐক্যবদ্ধ করতে ৷"