পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শরদ পাওয়ারের, নতুন করে জল্পনা - BJP latest news today

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন এনসিপি নেতা তথা রাজ্যসভার সাংসদ শরদ পাওয়ার ৷ প্রধানমন্ত্রীর দফতর থেকেই টুইট করে এই সাক্ষাতের খবর জানানো হয়েছে ৷

NCP chief Sharad Pawar meets PM Modi
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শরদ পাওয়ারের, কারণ নিয়ে জল্পনা

By

Published : Jul 17, 2021, 3:50 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই : জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) ঠিক কোন দিকে রয়েছেন, তা নিয়ে শনিবার নতুন করে জল্পনা ছড়াল ৷ কারণ, এদিন তিনি নয়াদিল্লিতে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ৷ প্রধানমন্ত্রীর দফতর থেকেই টুইট করে এই সাক্ষাতের খবর জানানো হয়েছে ৷

মহারাষ্ট্রে শরদ পাওয়ারের এনসিপি (NCP) কংগ্রেস (Congress) ও শিবসেনার (Shiva Sena) সঙ্গে হাত মিলিয়ে সরকার চালাচ্ছে ৷ পাশাপাশি সম্প্রতি তিনি নয়াদিল্লিতে মোদি বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন ৷ অন্যদিকে তিনি আবার বৈঠক করেছেন সেই নরেন্দ্র মোদির সঙ্গেই ৷ তাই তাঁর রাজনৈতিক অবস্থান ঠিক কী, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

আরও পড়ুন :মানবাধিকার কমিশনের সদস্যের গেরুয়া যোগ ! টুইটারে সরব অভিষেক মনু সিংভি

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ ৷ আর আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে পাওয়ারের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

কারণ, সংসদের উচ্চকক্ষে এখনও সংখ্যালঘু মোদি সরকার (Modi Government) ৷ ফলে তাঁরা যে বিল নিয়ে আসে, তা লোকসভায় পাস হলেও রাজ্যসভায় পাস করাতে বেগ পেতে হয় ৷ প্রতিবারই সহযোগী কোনও রাজনৈতিক দল বা বিরোধীপক্ষের কোনও দলকে ‘ম্যানেজ’ করে বিল পাস করায় কেন্দ্র ৷ তাই এবারও শরদ পাওয়ারের সঙ্গে সেই নিয়ে কোনও আলোচনা হল কি না, তা নিয়ে জল্পনা ছড়াচ্ছে ৷

আরও পড়ুন :Jagdeep Dhankhar : গীতার বাণী শুনিয়ে 'ফলের আশা ছেড়ে' দিল্লি চললেন ধনকড়

কিন্তু প্রশ্ন উঠছে, শরদের যে মোদি-বিরোধিতার লাইন, এই বৈঠকের পর কি তিনি সেখান থেকে কিছুটা হলেও পিছু হঠবেন ? আর তা যদি হয়, তাহলে বলতেই যে 2024 সালের লোকসভা নির্বাচনের (Lokshabha Election) আগে মোদি বিরোধী শক্তিগুলির একজোট হওয়ার প্রক্রিয়া ফের বিশবাঁও জলে চলে গেল ৷

যদিও রাজধানীর রাজনৈতিক মহলের অন্য একটি অংশের বক্তব্য, অশীতিপর এই মারাঠি নেতার সঙ্গে নয়াদিল্লিতে সব দলেরই সম্পর্ক খুব ভাল ৷ শুক্রবারও তিনি পীযূষ গোয়েল, রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন ৷ আর আজ, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ৷ এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ ৷

আরও পড়ুন :বিপ্লবের উদাহরণ টেনে মমতাকে তৃণমূল-বিজেপির পার্থক্য বোঝালেন দিলীপ

ABOUT THE AUTHOR

...view details