নয়াদিল্লি, 30 অক্টোবর: বিচারবিভাগীয় সদস্য রাকেশ কুমার এবং প্রযুক্তিগত সদস্য অলোক শ্রীবাস্তবের সমন্বয়ে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি) বেঞ্চ গত 13 অক্টোবর ফিনোলেক্স কেবলস মামলায় শীর্ষ আদালতের রায়কে ইচ্ছেকৃতভাবে অস্বীকার করেছে । সোমবার এ কথা জানাল সুপ্রিম কোর্ট ৷
রাকেশ কুমারের আইনজীবী শীর্ষ আদালতকে জানান যে, তিনি অন্তর্বর্তী আদেশকে অস্বীকার করে একটি রায় দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছিল, তারই প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন । শীর্ষ আইনজীবী পিএস পাটওয়ালিয়া প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চকে জানিয়েছেন যে, কুমার আজ সকালে পদত্যাগ করেছেন । বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ এনসিএলএটি-এর কার্যক্রমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বেঞ্চের বিচারবিভাগীয় সদস্য রাকেশ কুমারের হলফনামায় কিছু স্বীকারোক্তি সম্পূর্ণ সঠিক ছিল না ।
বেঞ্চ বলেছে যে, ভিডিয়োটি স্পষ্ট করে যে উভয় আইনজীবীর কাছে সুপ্রিম কোর্টের আদেশের অনুলিপি ছিল এবং বিচার বিভাগীয় সদস্য অবশ্য বলেছেন যে, আদেশের কোনও অনুলিপি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি । প্রধান বিচারপতি বলেন, "আমরা আনুষ্ঠানিকভাবে কীভাবে যোগাযোগ করব ? সিজেআই-এর কি এনসিএলএটি-এর সভাপতিকে ডেকে বলা উচিত, 'আরে, আমার একজন সহকর্মী আজ এই আদেশ দিয়েছেন'?"
বেঞ্চ বলেছে, আদালতের কর্মকর্তারা, আইনজীবীরা তাদের বলছেন এবং আদেশ ঠিক আছে । প্রধান বিচারপতি বলেন, এটা খুবই স্পষ্ট যে কী ঘটেছে কিন্তু তাঁরা বলছেন, তাঁদের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে বলুন ।