পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bharat in School Textbooks: স্কুলের পাঠ্য বইয়ে এবার থেকে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’, সুপারিশ এনসিইআরটির - শাস্ত্রীয় ইতিহাস

এনসিইআরটি কমিটি স্কুল পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া' এর জায়গায় 'ভারত' নাম প্রতিস্থাপন করা, পাঠ্যক্রমে 'প্রাচীন ইতিহাস' এর পরিবর্তে 'শাস্ত্রীয় ইতিহাস' প্রবর্তন এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থা (আইকেএস) অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে। সব বিষয়ের জন্য নতুন সিলেবাস থেকেই তা চালু করার সুপারিশ করা হয়েছে বলেও জানা গিয়েছে। এনসিইআরটি অবশ্য জানাচ্ছে, প্যানেলের সুপারিশগুলিতে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 3:35 PM IST

Updated : Oct 25, 2023, 5:14 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর:দেশের নাম বিতর্কে এবার নয়া মোড় । স্কুল পাঠ্য বই থেকে ইন্ডিয়া নাম মুছে ফেলার সুপারিশ করল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) কমিটি।সমস্ত শ্রেণীর স্কুলের পাঠ্যপুস্তকে এবং স্কুল পাঠ্যক্রমে 'ইন্ডিয়া'র জায়গায় 'ভারত' করা উচিত বলে জানিয়েছে এনসিইআরটি । পাঠ্যপুস্তকে দেশের নাম সংশোধন করার জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) একটি উচ্চ-স্তরের কমিটিও গঠন করেছে।

এনসিইআরটি কমিটির চেয়ারপার্সন সি আই আইজ্যাকের মতে, প্যানেল স্কুল পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া' এর জায়গায় 'ভারত' নাম প্রতিস্থাপন করা, পাঠ্যক্রমে 'প্রাচীন ইতিহাস' এর পরিবর্তে 'শাস্ত্রীয় ইতিহাস' প্রবর্তন এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থা (আইকেএস) অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে। সব বিষয়ের জন্য নতুন সিলেবাস থেকেই তা চালু করার সুপারিশ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এনসিইআরটি আধিকারিকরা অবশ্য জানাচ্ছেন, প্যানেলের সুপারিশগুলিতে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিটির চেয়ারম্যান আইজ্যাক পিটিআইকে বলেন, "কমিটি সর্বসম্মতভাবে সুপারিশ করেছে 'ভারত' নামটি দেশ জুড়ে শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তকে ব্যবহার করা উচিত। আমরা পাঠ্যপুস্তকে 'প্রাচীন ইতিহাস'-এর পরিবর্তে 'শাস্ত্রীয় ইতিহাস' প্রবর্তনেরও সুপারিশ করেছি ।" তিনি আরও বলেন, "কমিটি পাঠ্যপুস্তকে বিভিন্ন যুদ্ধে 'হিন্দু বিজয়' তুলে ধরারও সুপারিশ করেছে।"

আরও পড়ুন: ব্রিটিশের থেকে প্রাপ্ত নয়, ‘ইন্ডিয়া’র উৎস সন্ধানে হাঁটতে হবে কয়েকহাজার বছর

আইজ্যাক বলেন, "আমাদের ব্যর্থতার কথা বর্তমান সিলেবাসের পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়েছে। কিন্তু মুঘল ও সুলতানদের বিরুদ্ধে আমাদের বিজয় নেই ।" প্রসঙ্গত, কমিটির চেয়ারম্যান আইজ্যাক ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের (আইসিএইচআর)-এরও সদস্য। এনসিইআরটি জাতীয় শিক্ষা নীতি (এনইপি) 2020-এর সঙ্গে সঙ্গতি রেখে স্কুলের পাঠ্যপুস্তকগুলির পাঠ্যক্রম সংশোধন করছে ৷ পরিষদ সম্প্রতি পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক এবং শিক্ষার উপাদান চূড়ান্ত করার জন্য 19 সদস্যের একটি জাতীয় পাঠ্যক্রম এবং শিক্ষণীয় শিক্ষা উপকরণ কমিটি (এনএসটিসি) গঠন করেছে ৷ আইজ্যাক বলেন, "কমিটি সমস্ত বিষয়ের পাঠ্যক্রমে ভারতীয় জ্ঞান ব্যবস্থা (আইকেএস) প্রবর্তনের সুপারিশ করেছে ।"

অন্যদিকে, পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া'র নাম পরিবর্তন করার বিষয়ে এনসিইআরটি জানিয়েছে, যেহেতু নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকগুলির সিলেবাস প্রক্রিয়াধীন রয়েছে এবং বিশেষজ্ঞদের বিভিন্ন পাঠ্যক্রমিক বিষয়ে অবহিত করা হচ্ছে তাই সংশ্লিষ্ট ইস্যুতে যে খবর প্রকাশিত হচ্ছে সে বিষয়ে এখনও মন্তব্য করা সম্ভব নয় । একই সঙ্গে, এখনই এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না বলেও জানিয়েছে এনসিইআরটি ।

আরও পড়ুন:দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে পর্যায় সারণী ও গণতন্ত্রকে বাদ দিল এনসিইআরটি

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আইসিএইচআর-এর চেয়ারপার্সন রঘুবেন্দ্র তানওয়ার, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক বন্দনা মিশ্র, ডেকান কলেজ ডিমড ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য বসন্ত শিন্ডে এবং হরিয়ানার একটি সরকারি স্কুলে সমাজবিজ্ঞান পড়ান মমতা যাদব।

(পিটিআই)

Last Updated : Oct 25, 2023, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details