কোটা, 2 এপ্রিল : দাউদ ইব্রাহিমের এক সঙ্গী গ্রেফতার হল ৷ তার নাম দানিশ চিকনা৷ সে দাউদ ইব্রাহিমের হয়ে মহারাষ্ট্রের ডোংরি এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ তাকে গ্রেফতার করে রাজস্থানের কোটা পুলিশ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ পুলিশ জানিয়েছে, তার গাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷
পুলিশ ও এনসিবি সূত্রে জানা গিয়েছে, চিকনা মাদক পাচারের কাজে যুক্ত হলেও তার বিরুদ্ধে 6টি খুনের মামলা রয়েছে ৷ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ওই খুনগুলি করা হয়েছে বলে অভিযোগ ৷