পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Naxalites Attack DRG Jawan: বিজাপুরে মাওবাদী হামলায় শহিদ ডিআরজি জওয়ান - ছত্তিসগড়ে মাওবাদী হামলা

ছত্তিসগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় শহিদ হলেন ডিআরজি জওয়ান (Naxalites Attack DRG Jawan)৷ ছুটি নিয়ে বাড়িতে ফেরা জওয়ানের উপর হামলা চালান মাওবাদীরা ৷

Naxalites Attack
মাওবাদী হামলা

By

Published : Dec 25, 2022, 1:29 PM IST

Updated : Dec 25, 2022, 2:26 PM IST

বিজাপুর, 25 ডিসেম্বর:ছত্তিসগড়ের বিজাপুরে (Bijapur news) মাওবাদী হামলায় (Naxalites Attack DRG Jawan) শহিদ হলেন এক ডিআরজি জওয়ান ৷ ছুটিতে বিজাপুরে (Chhattisgarh Maoist Attack) নিজের গ্রামে গিয়েছিলেন ওই জওয়ান ৷ তখনই তাঁর উপর হামলা চালানো হয় ৷

বিজাপুর জেলার মিরতুর থানা এলাকায় বসবাসকারী কনস্টেবল আসারাম কাদতি রাজনন্দগাঁও জেলার ডিআরজি-তে পদে কর্মরত ছিলেন । তিনি ছুটিতে নিজের গ্রাম মিরতুরে গিয়েছিলেন । সেই সময় সন্দেহভাজন মাওবাদীদের একটি দল মন্দির পাড়ায় তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । হামলার জেরে মাটিতে লুটিয়ে পড়েন ওই জওয়ান । মাওবাদীরা তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এই হামলায় ডিআরজি জওয়ান মাথায় গুরুতর চোট পান । তাঁকে প্রথমে নেলসনারা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জগদলপুরে রেফার করা হয় (Chhattisgarh Maoist Attack)। তবে শেষরক্ষা হয়নি ৷

15 দিন আগে এই জেলারই পেগদাপল্লির জঙ্গলে পুলিশ এবং মাওবাদীদের সংঘর্ষে কোবরা ইউনিটের এক হেড কনস্টেবল গুরুতর আহত হয়েছিলেন । তাঁর পায়ে গুলি লাগে । সেই জওয়ানের অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে ।

আরও পড়ুন:সাতসকালে গুলির লড়াই, ছত্তিশগড়ে নিহত 4 মাওবাদী

উসূর থানা এলাকাতেও দুটি পৃথক মাওবাদী হামলার ঘটনা ঘটে । নীলকাঙ্করের জঙ্গলে তল্লাশিতে যাওয়া জওয়ানদের উপর হামলা চালায় মাওবাদীরা । যদিও দু পক্ষের গুলি বিনিময়ের ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ বিজাপুরের নীলকাঙ্করের জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা রক্ষীদের একটি দল ৷ তখনই পুলিশ ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার হয় । মাওবাদীরা তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ ৷ তার পালটা জবাব দেন জওয়ানরাও । উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ গুলি বিনিময়ের পর মাওবাদীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় ।

অপরদিকে, দ্বিতীয় ঘটনায় সীতাপুর ক্যাম্প টেকমেটলার দিকে টহলরত দুই জওয়ান মাওবাদীদের লাগানো স্পাইক হোলের কবলে পড়ে আহত হন । শুক্রবার জওয়ানরা সুকমার 73টি গর্ত থেকে শত শত স্পাইক হোল উদ্ধার করেছে । গত শুক্রবার ডিজিপি অশোক জুনেজা বস্তার বিভাগের মাও প্রভাবিত জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে 2023 সালের মাওবাদী বিরোধী কৌশল নির্ধারণ করেছেন ৷

আরও পড়ুন:ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারে বনধের ডাক, স্থানীয় দুষ্কৃতীদের কাজ বলে দাবি পুলিশের

Last Updated : Dec 25, 2022, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details