মুম্বই, 23 জানুয়ারি:অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর (Nawazuddin Siddiqui) স্ত্রী আলিয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা ৷ এই অভিযোগ দায়ের করেছে খোদ নওয়াজউদ্দিন সিদ্দিকীর মা ৷ মেহরুনিসা সিদ্দিকীর (Mehrunisa Siddiqui) অভিযোগ, জোর করে আলিয়া তাঁর বাড়িতে প্রবেশ করেন ৷ তিনি আরও অভিযোগ করেন, আলিয়া তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং কথার মাধ্যমে তাঁকে আঘাত করেন ৷ এমনটাই সোমবার মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন । রবিবার অভিনেতার দ্বিতীয় স্ত্রী আলিয়ার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
ভারসোভা থানার এক আধিকারিক বলেন, "অভিযোগকারী হলেন মেহরুনিসা সিদ্দিকী ৷ তিনি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মা ৷ তিনি অভিযোগ করেছেন, আলিয়া তাঁর বাড়িতে প্রবেশ করেন এবং কথা কাটাকাটির সময় তাঁকে অপমান করেন । এই মামলায় আলিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ।" তিনি আরও বলেন, "আলিয়া সিদ্দিকীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে ।" এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ তবে ঘটনার তদন্ত নেমেছে মুম্বই পুলিশ ৷ অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা, তাঁর স্ত্রী এবং মায়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল । তার জেরে এই ঘটনাটি ঘটতে পারে ৷