মুম্বই, 19 মে : বার্জ পি 305 থেকে 184 জনকে বাঁচানো সম্ভব হয়েছে ৷ ওই বার্জে 273 জন ছিলেন ৷ নৌ-সেনার তরফে বুধবার এই কথা জানানো হয়েছে ৷ ওই বার্জ থেকে এখনও পর্যন্ত 14 টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ওই বার্জটি আরব সাগরে ডুবে গিয়েছিল ৷
এদিকে মঙ্গলবার নৌ-সেনা ও উপকূলরক্ষী বাহিনী অন্য একটি বার্জের 137 জনকে উদ্ধার করেছে ৷ এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে তেল উত্তোলন কেন্দ্র সাগর ভূষণ অক্ষত রয়েছে ৷ সেখানকার 101 জন কর্মীকেও উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এছাড়া এসএস-3 নামে অন্য একটি বার্জের 196 জনকে উদ্ধার করা হয়েছে ৷